রাশিয়া ও যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক জোট ন্যাটোর মধ্যে সরাসরি সংঘর্ষের মানেই তৃতীয় বিশ্বযুদ্ধ।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সোমবার (১৮ মার্চ) নির্বাচনের পরবর্তী সময়ে এক সংবাদ সম্মেলনে পশ্চিমা বিশ্বের প্রতি এই সতর্কবার্তা উচ্চারণ করেন। খবর এএফপির।
১৯৬২ সালের কিউবা ক্ষেপণাস্ত্র সংকটের পর থেকে ইউক্রেন যুদ্ধ নিয়ে পশ্চিমাদের সঙ্গে সবচেয়ে বড় টানাপড়েনে রাশিয়া। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমাদের সঙ্গে মস্কোর সম্পর্ক তলানিতে ঠেকেছে।
২০২২ সালে ইউক্রেনের এই যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রায়ই পারমাণবিক যুদ্ধের ঝুঁকি সম্পর্কে সতর্ক করেছেন। তবে তিনি এটিও বলেছেন যে, কখনোই পারমাণবিক অস্ত্র ব্যবহারের প্রয়োজন অনুভব করেননি ইউক্রেনে।
রুশ প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয় গত শুক্রবার (১৫ মার্চ) থেকে। সর্বশেষ দেশটির পশ্চিমের বাল্টিক সাগরের তীরবর্তী কালিনিনগ্রাদ অঞ্চলে ভোটগ্রহণের মাধ্যমে নির্বাচন শেষ হয়। রাশিয়ার কেন্দ্রীয় নির্বাচন কমিশনের বরাত থেকে জানা যায়, এখন পর্যন্ত ৯৫ দশমিক ০৮ শতাংশ ভোট গণনা শেষ হয়েছে। এই গণনা শেষে পুতিন সর্বোচ্চ ৮৭ দশমিক ৩২ শতাংশ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন।
প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নির্বাচনের এমন ফলাফলের পরই সংবাদ সম্মেলনে আসেন। সংবাদ সম্মেলনে রয়টার্সের পক্ষ থেকে জানতে চাওয়া হয় রাশিয়া ও ন্যাটোর মধ্যে যুদ্ধের ঝুঁকি ও সম্ভাবনা সম্পর্কে এতে পুতিন বলেন, আধুনিক এই বিশ্বে কোন কিছুই অসম্ভব নয় সব কিছুই সম্ভব। একটা বিষয় সবার পরিষ্কার হওয়া দরকার সেটি হচ্ছে, এমনটা হলে তা হবে তৃতীয় বিশ্বযুদ্ধ থেকে মাত্র এক ধাপ দূরে অবস্থান করা। কেউ এমন বিষয়ে আগ্রহ দেখাবে বলে আমার মনে হয় না।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post