গত শনিবার চট্টগ্রামে ইসলামী আন্দোলন ও হেফাজতে ইসলাম নিয়ে প্রতিহিংসামূলক আপত্তিকর শ্লোগানকে কেন্দ্র করে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয় সোশ্যাল দুনিয়ায়। এরই প্রেক্ষিতে আজ ০৯ নভেম্বর জাগো হিন্দু পরিষদ ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর বৈঠক অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় উপদেষ্টা মিলন শর্মা এর নেতৃত্বে ১০ সদস্যের একটি প্রতিনিধি দল ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় কার্যালয়ে আসেন। এসময় উভয় পক্ষ সব বিষয়ে কথা বলেন। চট্টগ্রামের ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে এ বিষয়েও সতর্ক থাকার প্রতিশ্রুতি দেয়া হয়।
সবাইকে শান্তি বজায় রাখতে অনুরোধ জানানো হয়, চট্টগ্রামের বিক্ষোভ সমাবেশে জাগো হিন্দু পরিষদের ব্যানারে যারা আপত্তিকর শ্লোগান দিয়েছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তির বিষয়ে উভয় পক্ষ একমত পোষণ করে। শুধু তাই নয়, এ ঘটনাকে কেন্দ্র করে কেউ যেন কোন উস্কানি না দেয়, সবাইকে শান্ত থাকার অনুরোধ জানিয়ে অসাম্প্রদায়িক চেতনা বজায় রাখতে সবার প্রতি অনুরোধ জানানো হয়।
আরো পড়ুনঃ ওমানের রহস্যময় নগরী সাদ্দাতের বেহেস্ত
এসময় ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষথেকে উপস্থিত ছিলেন দলের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি এম. হাছিবুল ইসলাম, কেন্দ্রীয় সহ-সভাপতি মুহাম্মদ আবদুল জলিল, কেন্দ্রীয় পাবলিক বিশ্ববিদ্যালয় সম্পাদক এম এম শোয়াইব, জাগো হিন্দু পরিষদের কেন্দ্রীয় সহ সভাপতি অভিজিত বনিক, সাধারণ সম্পাদক নিতাই দিবানাথ রূপক সহ অন্যান্য নেতৃবৃন্দ।
আরো দেখুনঃ
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post