আরব সাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে ওমানের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাতের খবর পাওয়া গেছে। দেশটির আবহাওয়া অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী আল ওস্তা ও ধোফার এলাকার উপকূলীয় অঞ্চলে হালকা থেকে ভারি বৃষ্টিপাত হয়েছে। এছাড়াও মুসান্দাম ও আল হাজর পর্বতমালা এবং ওমান সমুদ্র উপকূল অঞ্চলে বৃষ্টিপাত ও মাঝে মাঝে বজ্রপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।
গতকাল রবিবার দেশটির দক্ষিণ আল বাতিনা ও মুসান্দামের বেশ কয়েকটি অঞ্চলে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। যার ফলে বেশ কয়েকটি ওয়াদিতে জলাবদ্ধতা দেখা দিয়েছে। রবিবার উত্তর আল বাতিনায় মাঝারি বৃষ্টিপাতের খবর পাওয়া গেছে। পাহাড়ী গ্রামগুলিতে তীব্র বজ্রপাতের সাথে ভারী বৃষ্টিপাত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আরো দেখুনঃ আকর্ষণীয় বেতনে ওমানে চাকরির সুযোগ
এদিকে ওমানের উত্তর আল বাতিনায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। ওমানের পাবলিক অথরিটি ফর সিভিল ডিফেন্স অ্যান্ড অ্যাম্বুলেন্স (প্যাকডা) জানিয়েছে, উত্তর আল বাতিনা অঞ্চলের খাবুরার ওয়াদি আল হাসনা থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত দুই শিশুর মধ্যে একজনের বয়স ১২ বছর বলে জানিয়েছে প্যাকডা।
ওমানের মজলিস আশ শূরার প্রথম অধিবেশন আগামী ১৫ নভেম্বর
ওমানের মহামান্য সুলতান হাইথাম বিন তারিকের রয়্যাল নির্দেশ অনুযায়ী ওমান কাউন্সিলের দ্বিতীয় বার্ষিক সম্মেলনের কার্যক্রম উদ্বোধন করার জন্য স্টেট কাউন্সিল ও মজলিস আল শুরা প্রতিনিধিদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হবে আগামী ১৫ নভেম্বর।
আরো পড়ুনঃ ওমানের রহস্যময় নগরী সাদ্দাতের বেহেস্ত
ওমানের পঞ্চাশতম জাতীয় দিবস উপলক্ষে দেশটির মহিমান্বিত সুলতান হাইথাম বিন তারিককে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে মজলিস আল শূরার সেক্রেটারি জেনারেল শেখ আহমেদ বিন মোহাম্মদ আল নাদাবী বলেন, মজলিস আল শূরা রাষ্ট্রীয় বুনিয়াদি আইন অনুসারে এবং নির্বাহী কর্তৃপক্ষের সাথে আইনসভা ও নিয়ন্ত্রণমূলক কাজ চালিয়ে যাবেন। যা দক্ষতার সাথে তারা ভূমিকা পালন করবেন।
আরো পড়ুনঃ বাংলাদেশে প্রবেশে নতুন নির্দেশনা জারি
মজলিস আল শূরার অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ সংক্রান্ত নির্ধারিত পদ্ধতি অনুসারে দ্বিতীয় বার্ষিক আহ্বান শুরুর জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। তিনি আরও বলেন, গণমাধ্যমের উপস্থিতিতে অধিবেশন অনুষ্ঠিত হবে। অধিবেশন শুরুর পরে মজলিস আল শূরার ভাইস চেয়ারম্যান নির্বাচনের পাশাপাশি প্রাক্তন সদস্যদের পরিবর্তে বিকল্প নতুন চার সদস্যের শপথ গ্রহণ করা হবে।
আরো দেখুনঃ
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post