লক্ষ্মীপুরের রামগঞ্জে প্রতিবেশীদের দেওয়া কাঁটাতারের বেড়ার কারণে প্রায় ছয় মাস ধরে অবরুদ্ধ জীবন কাটাতে হচ্ছে এক প্রবাসীর পরিবারের চার সদস্যকে। এর প্রতিবাদ করায় জুটছে হত্যার হুমকি। উপজেলার ইছাপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ নারায়ণপুর ছৈয়ালবাড়ি এলাকায় ঘটেছে এমন ঘটনা।
ওই গ্রামের কামাল হোসেন সৌদি আরব প্রবাসী। দুই মেয়ে, এক ছেলে ও স্ত্রীকে নিয়ে সংসার। স্ত্রী ফাতেমা সন্তানদের নিয়ে স্বামীর ভিটায় থাকেন বহু কষ্ট করে। ভাঙাচোরা ঘরের চালা ফুটো। ফলে সামান্য বৃষ্টিতেই পড়ত পানি। যে কারণে সন্তানদের নিয়ে কখনও কখনও ঘরের এক কোণে বসে সময় কাটাতে হয়েছে। প্রবাসী স্বামীর কষ্টার্জিত টাকার সঙ্গে এনজিও থেকে ঋণ নিয়ে নতুন ঘর তৈরিতে হাত দেন ফাতেমা।
বাড়ি থেকে গ্রামীণ সড়কে যাওয়ার পথ নেই। তাই প্রতিবেশী খুরশিদা বেগমের কাছ থেকে ১ শতাংশ জায়গাও কেনেন। তবে স্থানীয় একটি চক্রের ইশারায় ওই পথ দিতে রাজি হচ্ছেন না খুরশিদার ভাই বিল্লাল ও তাঁর পরিবার। এ নিয়ে অসহায়ত্ব প্রকাশ করেন ফাতেমা। গতকাল শনিবার সরেজমিন গেলে তিনি বলেন, ‘আমাদের চলাচলের রাস্তা বন্ধ করে কাঁটাতারের বেড়া দিয়েছেন বিল্লালের স্ত্রী মাকসুদা ও রাজু। তাদের পেছনে আছেন শাহজাহান মোল্লা। আমরা চলাচল করতে পারি না। ঘরের কাজও করতে পারছি না। নির্মাণসামগ্রী নষ্ট হচ্ছে।’
চলাচলের রাস্তার জন্য কেনা ১ শতাংশ জমিতেই বেড়া দিয়েছে জানিয়ে তিনি বলেন, কিছু বললেই রাজু আর শাহজাহান মোল্লা হত্যার হুমকি দেন। সন্তানদের নিয়ে আতঙ্কে সময় পার করছেন। এ বিষয়ে ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতে অভিযোগ করেও সুরাহা পাননি।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রবাসীর পরিবারের কাছ থেকে আরও টাকা আদায়ের জন্য এমন কৌশল করছে একটি চক্র। অভিযোগ রয়েছে, এর কলকাঠি নাড়ছেন ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি শাহজাহান মোল্লা।
জমির বিক্রেতা খুরশিদার ভাষ্য, বাবার ওয়ারিশ থেকে সাড়ে ৩ শতাংশ জমি পান তিনি। এর থেকে ১ শতাংশ প্রবাসী কামালের কাছে বিক্রি করেন। টাকাও পেয়েছেন। কেন দখলে পাচ্ছেন না– এ বিষয়ে মন্তব্য করতে চাননি।
কাঁটাতারের বেড়া দেওয়ার বিষয় স্বীকার করেন বিল্লালের স্ত্রী মাকসুদা ও মেয়ে নাজমা। তাদের ভাষ্য, সুযোগ-সুবিধা না দেওয়ায় কাঁটাতারের বেড়া দিয়েছেন। এ বিষয়ে শাহজাহান মোল্লার সঙ্গে কথা বলার পরামর্শ দেন। যদিও শাহজাহান মোল্লা কোনো কথা বলতে রাজি হননি।
বিষয়টিকে অমানবিক হিসেবে উল্লেখ করেন ৩ নম্বর ওয়ার্ডের কামাল হোসেন বলেন, চেয়ারম্যানের নির্দেশে এটি সমাধানের জন্য এলাকার গণ্যমান্য কয়েকজনকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বুধবার উভয় পক্ষকে নিয়ে বসে সমাধান করবেন।
রামগঞ্জ থানার ওসি মোহাম্মদ সোলাইমান বলেন, অভিযোগ পেলে তদন্ত করা হবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post