মহামারী করোনার কারণে দীর্ঘদিন মসজিদ বন্ধ রাখার পর অবশেষে পুনরায় মসজিদ খোলার বিষয়ে নতুন সিদ্ধান্ত জানিয়েছে ওমানের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। রবিবার দেশটির ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অনলাইনে জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, মসজিদ পুনরায় খোলার প্রস্তুতি নিয়ে একটি পূর্ণাঙ্গ গাইডলাইন দেওয়া হয়েছে।
তা বাস্তবায়নের পর মসজিদ খোলার ব্যাপারে মন্ত্রণালয়ের পক্ষথেকে সুপ্রিম কমিটিতে সুপারিশ করা হবে। সুপ্রিম কমিটির সিদ্ধান্ত অনুযায়ী পুনরায় মসজিদ খুলে দেওয়ার বিষয়ে জানাবে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
পুনরায় মসজিদ খোলার ব্যাপারে মন্ত্রণালয়ের দেওয়া গাইডলাইন অনুসারে ১৫ মিনিটের জন্য মসজিদ খোলার অনুমতি পাবে। এই সময়ের মধ্যে নামায পরে মসজিদ ত্যাগ করতে হবে। মসজিদের কুরআন তেলাওয়াত স্পর্শ করা যাবেনা।
প্রয়োজনে মসজিদের ভিতরে নিজের কুরআন বা অনলাইনে কুরআন পড়তে পারবে। মহিলাদের নামাজের স্থান ও মসজিদের রেফ্রিজারেটর অবশ্যই বন্ধ রাখতে হবে।
আরো দেখুনঃ আকর্ষণীয় বেতনে ওমানে চাকরির সুযোগ
সেইসাথে মসজিদের টয়লেট বন্ধ রাখতে হবে। মসজিদের কার্পেটে দেড় মিটার সামাজিক দূরত্বের চিহ্ন দিতে হবে। সকল মুসুল্লিদের অবশ্যই মাস্ক পরতে হবে এবং মসজিদে প্রবেশের আগে ও পরে অবশ্যই নিয়ম মেনে হাত জীবাণুমুক্ত করতে হবে।
মসজিদের তত্ত্বাবধায়ক বা দায়িত্বে নিযুক্ত ব্যক্তিদের নির্দিষ্ট সময়ের পরে বা নামায শেষে মসজিদটি বন্ধ করে দিতে হবে। সুপ্রিম কমিটির স্বাস্থ্যবিধি লঙ্ঘনের ঘটনা পাওয়া গেলে ধর্ম মন্ত্রণালয়কে অনলাইনে অবহিত করতে হবে এবং যে মসজিদে আইন লঙ্ঘনের ঘটনা ঘটবে, উক্ত মসজিদ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।
আরো দেখুনঃ
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post