ওমানে মহামারী করোনা পরিস্থিতি দিনদিন উন্নতির দিকে যাচ্ছে। দেশটিতে পূর্বের তুলনায় কমছে আক্রান্ত এবং বাড়ছে সুস্থ রোগীর সংখ্যা। এ ছাড়াও আইসিইউতে ভর্তি রোগীর সংখ্যাও সন্তোষজনকহারে কমছে। গতকাল (রবিবার) দেশটির আইসিইউতে ভর্তি রোগীর সংখ্যা ১৪৮ জন থাকলেও আজ ৮জন কমে দাঁড়িয়েছে ১৪০ জনে। আজ ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্যমতে দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তের সংখ্যা ৩৬৩ জন এবং নতুন সুস্থ রোগীর সংখ্যা ২৮৭ জন।
মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় নতুন মৃতের সংখ্যা ৯ জন সহ সর্বমোট মৃতের সংখ্যা ১ হাজার ৩১০ জন। দেশটিতে এখন পর্যন্ত সর্বমোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ১৮ হাজার ৫০৩ জন এবং সুস্থের সংখ্যা ১ লাখ ৮ হাজার ৯৬৮ জন। যা মোট আক্রান্তের ৯২ শতাংশ রোগী এখন সুস্থ।
গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি রোগীর সংখ্যাও কমছে আজ। গতকালের তুলনায় আজ নতুন ভর্তি রোগীর সংখ্যা কমেছে ১৬ জন। আজ নতুন ৪২ জন ভর্তি রোগী সহ দেশটির বিভিন্ন হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা ৩৩৭ জন। যাদের মধ্যে আশংকাজনক অবস্থায় আইসিইউতে রয়েছেন ১৪৪ জন। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ওমানের সকল নাগরিক ও প্রবাসীদের সরকারের দেওয়া সকল স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে চলার নির্দেশনা দিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
আরো পড়ুনঃ বাংলাদেশে প্রবেশে নতুন নির্দেশনা জারি
এদিকে মহামারি করোনা ভাইরাসে বাংলাদেশে আজ ফের বেড়েছে করোনায় মৃত্যু ও আক্রান্ত। গত ২৪ ঘণ্টায় আরও ২৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ হাজার ৯০ জন। এ ছাড়া করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৬৮৩ জনের দেহে।
এ নিয়ে মোট শনাক্ত হলো ৪ লাখ ২১ হাজার ৯২১ জন করোনা রোগী। সোমবার (৯ নভেম্বর) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এ দিন সুস্থ হয়েছেন ১ হাজার ৬২৩ জন। মোট সুস্থ হয়েছেন ৩ লাখ ৩৯ হাজার ৭৬৮ জন।
আরো দেখুনঃ আকর্ষণীয় বেতনে ওমানে চাকরির সুযোগ
এদিকে করোনাভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, সোমবার বিকেল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৫ কোটি ৭ লাখ ২৮ হাজার ৮৯১ জন। মৃত্যু হয়েছে ১২ লাখ ৬১ হাজার ৯৭১ জনের। আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন তিন কোটি ৫৭ লাখ ৯২ হাজার ৫৮৮ জন।
করোনায় এখন পর্যন্ত সবচেয়ে সংক্রমণ ও মৃত্যু বেশি হয়েছে যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ১ কোটি ২ লাখ ৮৮ হাজার ৪৮০ জন। মৃত্যু হয়েছে ২ লাখ ৪৩ হাজার ৭৬৮ জনের।
আরো দেখুনঃ
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post