ওমানে বাংলাদেশিদের ভিসা বন্ধের বিষয়টিকে সাময়িক পদক্ষেপ বলে উল্লেখ করলেও আদতে তা দীর্ঘ মেয়াদে ভোগান্তিতে ফেলেছে বাংলাদেশিদের। সাড়ে ৪ মাস অতিবাহিত হলেও এখনো ভিসা চালু হওয়ার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছেনা।
ভিসা বন্ধের পর থেকে ওমানে ক্রমেই বাংলাদেশিদের যাতায়াত কমছে। এমনকি বিমানবন্দরে যাত্রী চলাচলের যে তালিকা ওমান দিয়েছে সেখানে বাংলাদেশিদের চেয়ে অনেক বেশি উপস্থিতি ভারত ও পাকিস্তানের নাগরিকদের।
ওমানের জাতীয় পরিসংখ্যান বিভাগ – NCSI এর দেওয়া তথ্য অনুযায়ী চলতি বছরের প্রথম মাস জানুয়ারিতে দেশটির এয়ারপোর্টগুলো দিয়ে ১৪ লাখেরও বেশি যাত্রী যাতায়াত করেছে। এরমধ্যে কেবল মাস্কাট বিমানবন্দর ব্যবহার করেছেন ১২ লাখ বিমানযাত্রী। যেখানে বাংলাদেশির সংখ্যা ৪১ হাজার ২০০ জন।
অপরদিকে প্রবাসী যাত্রীদের মধ্যে সবাইকে ছাড়িয়ে গেছে ভারত। জানুয়ারি মাসে সর্বমোট ১ লাখ ৬৯ হাজার ভারতীয় বিমান্দরটি ব্যবহার করেছেন। তালিকার দ্বিতীয় স্থানে থাকা পাকিস্তানিদের সংখ্যা ৪৮ হাজার।
ভিসা বন্ধের প্রভাব পড়েছে রেমিট্যান্সেও। চলতি অর্থবছরের প্রথম আট মাসে দেশে মধ্যপ্রাচ্যের দেশটি থেকে ৬০ কোটি ডলারের কিছু বেশি আয় এসেছে। সর্বসাকুল্যে তালিকায় ওমানের অবস্থান নবম।
এর আগে ২০২১-২২ অর্থবছরে ওমান থেকে এসেছিলো প্রায় ৮৯.৭৪ কোটি ডলার। ২০২২-২৩ অর্থবছরে তা কমে দাঁড়ায় ৭৯.০৬ কোটি ডলারে। আর চলতি অর্থবছরের এখন পর্যন্ত এসেছে মাত্র ৬০.৩০ কোটি ডলার রেমিট্যান্স।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post