এ বছরের জানুয়ারিতেই দুবাই আন্তর্জাতিক পর্যটক পেয়েছে ১৭ লাখ ৭০ হাজার। যা আগের বছরের এই সময়ের তুলনায় ২১ শতাংশ বেশি। এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম গালফ নিউজ।
জানুয়ারি সংস্করণ মতে দুবাইর অর্থনীতি ও পর্যটন বিভাগের প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, পশ্চিম ইউরোপ থেকে দুবাই সবচেয়ে বেশি পর্যটক পেয়েছে। মোট পর্যটকের ১৮ শতাংশই এসেছে পশ্চিম ইউরোপ থেকে।
জিসিসি সদস্যভুক্ত দেশ (ওমান, কাতার, বাহরাইন, কুয়েত, সৌদি আরব) থেকে এসেছে ৩লাখ ১১ হাজার ও দক্ষিণ এশিয়া থেকে এসেছে ২লাখ ৯৪ হাজার পর্যটক।
রাশিয়া, সিআইএস ও পূর্ব ইউরোপের দেশগুলো থেকে পর্যটক পেয়েছে ১৫ শতাংশ বা দুই লাখ ৬২ হাজার। মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ ও উত্তর আফ্রিকা থেকে পর্যটক পেয়েছে ১২ শতাংশ বা দুই লাখ ১১ হাজার। এর পরেই আছে অস্ট্রেলিয়া, উত্তর ও দক্ষিণ আমেরিকা ও আফ্রিকা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post