ব্রাহ্মণবাড়িয়ায় ভারত থেকে লাগেজে করে আনা বিপুল পরিমাণ পণ্য রাজস্ব ফাঁকি দিয়ে নিয়ে যাওয়ার সময় আটক করায় আখাউড়া কাস্টমসের একজন সহকারী রাজস্ব কর্মকর্তাসহ দুই সিপাহীর ওপর হামলার ঘটনা ঘটেছে।
এ সময় চোরাকারবারিদের হামলায় কাস্টমস সহকারী রাজস্ব কর্মকর্তা কামরুল পারভেজ, সিপাহী জুম্মান ও ইমন আহত হয়। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
গতকাল শুক্রবার (১৫ মার্চ) বিকেল ৫টায় এ ঘটনার খবর পেয়ে আখাউড়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে ঘটনার সঙ্গে জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এ ঘটনায় রাতেই আখাউড়া থানায় অভিযোগ করেছে কাস্টমস কর্তৃপক্ষ।
কাস্টমস কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, ভারত থেকে একদল লাগেজ চোরাকারবারি আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্ট সীমান্ত পথে দেশে আসে। এ সময় লাগেজ পার্টির সদস্যরা মিলে কাস্টমস স্ক্যানিং মেশিনে ব্যাগ না নিয়ে অটোরিকশা ও মোটরসাইকেলে পণ্য বোঝাই ব্যাগ রাজস্ব ফাঁকি দিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল।
খবর পেয়ে আখাউড়া কাস্টমস সহকারী রাজস্ব কর্মকর্তা কামরুল পারভেজ তার দুই সিপাহী নিয়ে মোটরসাইকেলে তাদের পিছু ধাওয়া করে বন্দর এলাকার বঙ্গেরচর নামক স্থানে আটক করেন। এ সময় কাস্টমস স্ক্যানিং না করে ব্যাগগুলো নিয়ে আসায় কাস্টমস কর্মকর্তা চ্যালেঞ্জ করলে লাগেজ চোরাকারবারিরা কাস্টমসের ওই কর্মকর্তা এবং সিপাহীদের ওপর হামলা চালায়। এ সময় ভারতীয় পণ্য বোঝাই লাগেজ ছিনিয়ে নিয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়।
আখাউড়া কাস্টমস রাজস্ব কর্মকর্তা আব্দুল কাইয়্যুম জানান, বন্দর এলাকার বাসিন্দা কবীর, আওলাদ, রিপন ও হৃদয় ওরা লাগেজ পার্টির চিহ্নিত সদস্য। ভারতীয় একাধিক পাসপোর্টধারী লাগেজ চোরাকারবারি প্রতিদিন ওদের সহযোগিতায় বিপুল পরিমাণ ভারতীয় পণ্য এনে সরকারের লাখ লাখ টাকার রাজস্ব ফাঁকি দিয়ে আসছে।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম বলেন, কাস্টমস কর্মকর্তাদের ওপর হামলার ঘটনায় অভিযোগ পাওয়া গেছে। হামলাকারীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post