দেশ থেকে নতুন ভিসার লোক যাচ্ছে ওমান। আগামীকাল ৯ নভেম্বর আল জাজিরা এয়ারলাইন্সের মাধ্যমে নতুন ভিসার লোক ওমানে যেতে পারবেন বলে জানিয়েছেন ওমানের আল সাফার ট্রাভেল এজেন্ট এবং রুই ট্রাভেল এজেন্ট।
সীমিত পরিসরে শুধুমাত্র আগামীকালের ফ্লাইটেই নতুন ভিসার লোক ওমানে যেতে পারবেন বলে জানিয়েছেন আল সাফার ট্রাভেল এজেন্টের মালিক শেখ ফাহাদ। নতুন যাত্রীদের ওমান প্রবেশের পূর্বে দেশথেকে কোভিড পরিক্ষার ও প্রয়োজন নেই বলে জানান তিনি। টিকিটের জন্য আল সাফার ও রুই ট্রাভেল এজেন্টে যোগাযোগ করতে বলা হয়েছে।
এ ব্যাপারে রুই ট্রাভেল এজেন্সির মালিক জবলুল আনোয়ার বাদল বলেন, “এটি ওমান সরকারের কোনো অফিসিয়াল ঘোষণা নয়, আল জাজিরা ট্রাভেল থেকে বিশেষভাবে শুধুমাত্র ৯ নভেম্বরের জন্য নতুন যাত্রীদের ওমান নিতে অনুমতি পেয়েছে বলে আমাদের জানিয়েছে তারা।
ওমানে নতুন ভিসার লোক আপাতত প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে। আল জাজিরা এয়ারলাইন্স হয়তো বিশেষ ভাবে অনুমতি পেয়েছে, তাই বলে ওমানের সকল নতুন ভিসার লোক এখন প্রবেশ করতে পারবেন বিষয়টি এমন নয়।”
আরো পড়ুনঃ বাংলাদেশে প্রবেশে নতুন নির্দেশনা জারি
এদিকে আজ বাংলাদেশ থেকে ওমানগামী অনেক প্রবাসী এয়ারপোর্ট থেকে ফেরত এসেছেন বলে জানাগেছে। রবিবার সকালে ঢাকা থেকে কাতার এয়ারের ফ্লাইটে ওমান যাওয়ার উদ্দেশ্যে এয়ারপোর্টে এসেও ফেরত যাওয়ার কারণ হিসেবে জানাগেছে, এরা কোভিড ইনস্যুরেন্স না করে অন্য ইনস্যুরেন্স করেছিলো।
যে কারণে তাদেরকে ওমান প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। ছোট্ট একটি ভুলের জন্য মোটা অংকের অর্থনীতিক ক্ষতির সম্মুখীন হয়েছেন এইসব প্রবাসীরা। এমতাবস্থায় ওমানের সকল প্রবাসীদের ইনস্যুরেন্স করার পূর্বে ভালোমতো জেনেবুঝে ইনস্যুরেন্স করতে অনুরোধ জানিয়েছেন বিশিষ্ট ওমান প্রবাসীরা।
আরো দেখুনঃ
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post