ওমানে মহামারী করোনা পরিস্থিতি দিনদিন উন্নতির দিকে যাচ্ছে। দেশটিতে পূর্বের তুলনায় কমছে আক্রান্ত এবং বাড়ছে সুস্থ রোগীর সংখ্যা। এ ছাড়াও আইসিইউতে ভর্তি রোগীর সংখ্যাও সন্তোষজনকহারে কমছে। আজ ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্যমতে দেশটিতে গত ৩ দিনে নতুন আক্রান্তের সংখ্যা ৯৭৩ জন হলেও সুস্থ রোগীর সংখ্যা ১৩১৩ জন। যা আক্রান্তের চেয়ে ৩৪০ জন বেশি সুস্থের সংখ্যা।
আরো পড়ুনঃ ওমানের রহস্যময় নগরী সাদ্দাতের বেহেস্ত
মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী গত ৩ দিনে নতুন মৃতের সংখ্যা ১৫ জন সহ সর্বমোট মৃতের সংখ্যা ১ হাজার ৩০১ জন। দেশটিতে এখন পর্যন্ত সর্বমোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ১৮ হাজার ১৪০ জন এবং সুস্থের সংখ্যা ১ লাখ ৮ হাজার ৬৮১ জন। যা মোট আক্রান্তের ৯২ শতাংশ রোগী এখন সুস্থ।
গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি রোগীর সংখ্যা ৪২ জন এবং ওমানের বিভিন্ন হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় আছেন ৩৫১ জন। যাদের মধ্যে আশংকাজনক অবস্থায় আইসিইউতে রয়েছেন ১৪৮ জন। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ওমানের সকল নাগরিক ও প্রবাসীদের সরকারের দেওয়া সকল স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে চলার নির্দেশনা দিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের তাণ্ডবে এখনো বিপর্যস্ত পৃথিবী। এ ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১২ লাখ ৫৬ হাজার। আক্রান্তের সংখ্যা ৫ কোটি ২ লাখ ৬৩ হাজার ছাড়িয়েছে।
আরো পড়ুনঃ বাংলাদেশে প্রবেশে নতুন নির্দেশনা জারি
করোনাভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, রোববার (৮ নভেম্বর) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৫ কোটি ২ লাখ ৬৩ হাজার ৭৪০ জন। মৃত্যু হয়েছে ১২ লাখ ৫৬ হাজার ৩৫২ জনের। সুস্থ হয়েছেন তিন কোটি ৫৫ লাখ ৪৯ হাজার ৬৯৪ জন।
বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ১ কোটি ১ লাখ ৮২ হাজার ৮১৮ জন। মৃত্যু হয়েছে ২ লাখ ৪৩ হাজার ২৫৭ জনের।
আরো দেখুনঃ
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post