আগামী ১১-নভেম্বর থেকে ওমান প্রবেশের নতুন নির্দেশনা জারি করেছে দেশটির বিমান চলাচল কর্তৃপক্ষ। নতুন এই আইন অনুযায়ী আগামী ১১ ই নভেম্বর থেকে ওমানে আগত সকল যাত্রীদের ওমানের নির্ধারিত সময়ের ৯৬ ঘন্টা বা ৪ দিন আগে করোনার পিসিআর পরীক্ষার রিপোর্ট উপস্থাপন করতে হবে। সেইসাথে নিম্নে উল্লেখিত নিয়মাবলী ওমানের সকল বিমান সংস্থাকে মেনে চলার নির্দেশ দিয়েছে দেশটির সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ।
আরো পড়ুনঃ ওমানের রহস্যময় নগরী সাদ্দাতের বেহেস্ত
সেইসাথে ফ্লাইটের পূর্বে যাত্রীদের উদ্দেশ্যে একটি নির্দেশনা জারী করেছে কর্তৃপক্ষ। নির্দেশনায় বলা হয়েছে,
১, ফ্লাইটের ৩ থেকে ৪ ঘন্টা পূর্বে এয়ারপোর্টে থাকতে হবে।
২ , বিমানবন্দরে মুখোমুখি হয়ে সেবা না নিয়ে যতদূর সম্ভব বিমান বন্দরে আসার পূর্বেই যেখানে সম্ভব সেখানে অনলাইন চেক-ইন করতে।
৩, ওমানির নাগরিক এবং প্রবাসীরা পূর্ব অনুমোদন ছাড়াই বিদেশ ভ্রমণ করতে পারবে।
৪, ভ্রমণের পূর্বে অবশ্যই কোভিড-১৯ পরীক্ষা করাতে হবে।
৫, যাত্রীদের অবশ্যই কোভিড-১৯ স্বাস্থ্য বীমা থাকতে হবে।
৬, করোনার উপসর্গ নিয়ে কখনই ভ্রমণ করা যাবেনা।
৭, বিমান বন্দরে প্রবেশের পর ৩৮ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি তাপমাত্রা থাকলে কোভিড টেস্ট করাতে হবে।
৮, বিমান বন্দরে প্রবেশের পূর্বে বৈধ এয়ার টিকিট থাকতে হবে।
৯, বিমানবন্দরে এবং ভ্রমণের সময় ফেস মাস্ক ব্যবহার করতে হবে। প্রতি ৪ ঘন্টা পরপর মাস্ক পরিবর্তন করতে হবে, সুতরাং ভ্রমণের পূর্বে পর্যাপ্ত পরিমাণ মাস্ক সঙ্গে নিতে বলা হয়েছে।
১০, বিমানবন্দর টার্মিনালের ভিতর অন্তত দেড় মিটার সামাজিক দূরত্ব বজায় রাখতে বলা হয়েছে।
আরো পড়ুনঃ বাংলাদেশে প্রবেশে নতুন নির্দেশনা জারি
১১, বিমানবন্দরে মুখোমুখি সেবা না নিয়ে অনলাইনে চেক ইন করতে বলা হয়েছে এবং চেক-ইন প্রক্রিয়া এবং সুরক্ষা চেকপয়েন্টগুলিতে যাওয়ার সময় মোবাইল বা অন্যান্য আইটেমগুলি হাতে না নিতে বল হয়েছে।
১২, মোবাইল ফোন সহ স্পর্শযুক্ত বস্তুগুলিকে পরিষ্কার এবং জীবাণুমুক্ত করতে বলা হয়েছে।
১৩, ঘন ঘন হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করতে বলা হয়েছে।
১৪, হ্যান্ডশেকিং এবং অন্যান্য অভিবাদনমূলক অঙ্গভঙ্গি সহ অন্যদের সাথে অপ্রয়োজনীয় যোগাযোগ না করতে অনুরোধ জানানো হয়েছে।
১৫, বিমানবন্দর টার্মিনালে যাত্রী ব্যতীত কারো প্রবেশের অনুমতি নেই। তবে বিশেষ প্রয়োজনে যাত্রীর সাথে একজন ব্যক্তি প্রবেশের অনুমতি পাবে। সূত্রঃ ওমান ডেইলি
আরো দেখুনঃ
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post