মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ওমানের সুলতান হাইথাম বিন তারেক। শনিবার রাতে সুলতান সুলতান আমেরিকান জনগণের আস্থা অর্জনের জন্য বাইডেনকে শুভেচ্ছা বার্তা পাঠান। বিষয়টি নিশ্চিত করেছেন ওমান নিউজ এজেন্সি।
এদিকে ওমান ছাড়াও বাইডেনকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের নরেন্দ্র মোদি সহ বিশ্ব নেতারা। ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ভারতের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরো মজবুত হবে। বাইডেনের উদ্দেশে মোদি বলেন, ‘এবার আমি চাইব, আপনার সঙ্গে কাজ করে ভারত-মার্কিন সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে।’
ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন শনিবার এক বিবৃতিতে বলেন, যুক্তরাজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ মিত্র যুক্তরাষ্ট্র। সেইসঙ্গে তিনি বলেন, জলবায়ু পরিবর্তন থেকে শুরু করে বাণিজ্য ও নিরাপত্তার মতো অভিন্ন অগ্রাধিকারের বিষয়গুলো নিয়ে নিবিড়ভাবে একসঙ্গে কাজ করতে তিনি অপেক্ষায় আছেন। বরিস জনসন প্রথম কৃষ্ণাঙ্গ নারী ও প্রথম দক্ষিণ এশীয় বংশোদ্ভূত হিসেবে ঐতিহাসিক অর্জনের জন্য ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত কমলা হ্যারিসকেও অভিনন্দন জানিয়েছেন।
আরো পড়ুনঃ ওমানের রহস্যময় নগরী সাদ্দাতের বেহেস্ত
ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ টুইট করেন, ‘আজকের চ্যালেঞ্জ মোকাবিলায় আমাদের অনেক কিছু করতে হবে। চলুন, একসঙ্গে কাজ করি।’
কানাডিয়ান প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, বিশ্বের বড় চ্যালেঞ্জগুলো রোধে একসঙ্গে কাজ করতে তিনি আগ্রহ নিয়ে বসে আছেন।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন, নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে অভিনন্দন জানানোর চেয়ে তাঁর কাছে আর কিছু অধিক গর্বের নেই। বারাক ওবামা জানান, বাইডেন এমন কিছু বিস্ময়কর চ্যালেঞ্জ মোকাবিলা করে হোয়াইট হাউসে ঢুকবেন, যা আর কোনো নতুন প্রেসিডেন্টকে মুখোমুখি হতে হয়নি।’ ওবামার দুই মেয়াদকালে ভাইস প্রেসিডেন্টের দায়িত্বে ছিলেন বাইডেন। ডেমোক্র্যাটদের সাবেক আরো দুই প্রেসিডেন্ট নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে অভিনন্দন জানিয়েছেন ওবামা।
আরো পড়ুনঃ বাংলাদেশে প্রবেশে নতুন নির্দেশনা জারি
বিল ক্লিনটন টুইটে বলেন, ‘আমেরিকা কথা বলেছে এবং গণতন্ত্রের জয় হয়েছে।’ সাবেক ৪২তম এই প্রেসিডেন্টে আশা প্রকাশ করেছেন যে বাইডেন ও হ্যারিস সবার জন্য কাজ করবেন এবং সবাইকে একতাবদ্ধ রাখবেন।
শনিবার এক বিবৃতিতে ৩৯তম প্রেসিডেন্ট জিমি কার্টার বলেন, তিনি ও তাঁর স্ত্রী ডেমোক্র্যাটদের দক্ষ নির্বাচনী প্রচারণা এবং তাঁরা দেশে যে ইতিবাচক পরিবর্তন এনেছে, তা দেখে তিনি গর্বিত। ক্লিনটন কিংবা কার্টার কেউই তাঁদের অভিনন্দন বার্তায় বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথা উল্লেখ করেননি।
মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রোববার পাঠানো এক বার্তায় নবনির্বাচিত এ দুই নেতাকে অভিনন্দন জানান তিনি।
আরো পড়ুনঃ ওমানে বাংলাদেশ দূতাবাসের প্রশংসনীয় উদ্যোগ
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, জো বাইডেন এখন পর্যন্ত পপুলার ভোট পেয়েছেন সাত কোটি ৩০ লাখের বেশি। আমেরিকায় আর কোনো প্রেসিডেন্ট এত মানুষের ভোট পেয়ে নির্বাচিত হননি। দীর্ঘ প্রায় ৫০ বছরের রাজনৈতিক জীবনে অনেকদিন থেকেই হোয়াইট হাউসে যাওয়ার স্বপ্ন দেখে আসছিলেন বাইডেন। এবার সেই স্বপ্নপূরণ হলো ৭৭ বছর বয়সী বাইডেনের। তিনি আগামী জানুয়ারি মাসে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post