পুলিশের বাড়িতে ডাকাতির ঘটনায় কবিতা সাহা নামে এক মহিলাকে গ্রেফতার করা হয়েছে। ৭ জানুয়ারি ডাকাতি হয় পুলিশ সুশান্ত বিশ্বাসের বাড়িতে।
বুধবার (১৩ মার্চ) বর্ধমান থানার সহায়তায় কবিতাকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ বলেন, বৃহস্পতিবার (১৪ মার্চ) বর্ধমান আদালত তাকে পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে। এ ঘটনায় এখন পযর্ন্ত মোট আট জনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের জানায়, ডাকাতির সোনা-রূপার গয়না কবিতার কাছে রাখত। পরে সেগুলি বিক্রি করত কবিতা। তাদের ধারণা ছিল মহিলা হওয়ায় গয়না বিক্রিতে কবিতার উপরে সন্দেহ করবে না। এ জন্যই ডাকাত দলে স্থান পান কবিতা। পুলিশের জেরায় কবিতা আরও জানিয়েছে, পুলিশের বাড়িতে ডাকাতির ঘটনার পরে ৪-৫ জন কবিতার বাড়িতে ছিল। কিছু সোনার গয়না বিক্রি করতে বলা হয়। ইতিমধ্যেই কিছুটা বিক্রিও করা হয়েছে।
থানার বরাত হতে জানা যায়, পুলিশের বাড়িতে ডাকাতির ঘটনার পর থেকে পালিয়ে বেড়াচ্ছিল কবিতা। ইতিমধ্যে তার দাদা তন্ময় দাস-সহ দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।
জেলার পুলিশ সুপার আমনদীপ জানিয়েছে, দশ সদস্যের একটি (স্পেশাল ইনভেস্টিগেশন টিম) গঠন করেন। কবিতাকে পুলিশি হেফাজতে নিয়ে গয়না উদ্ধারের পাশাপাশি আর কোন ঘটনার সাথে সে জড়িত, তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post