আগামী রোববার দাপ্তরিক কার্যক্রম বন্ধ রাখার কথা জানিয়েছে মাস্কাটের বাংলাদেশ দূতাবাস। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে এদিন দূতাবাসে ছুটি থাকবে। রোববার দূতালয় প্রধানের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
অপর এক বিজ্ঞপ্তিতে প্রবাসীর দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে সিনাও ভ্রমণের কথা জানিয়েছে দূতাবাস। চলতি মাসের ২২ এবং ২৩ তারিখ অর্থ্যাৎ শুক্র ও শনিবার এই অঞ্চলে বসবাসরত প্রবাসীদের এমআরপি রি-ইস্যু, নতুন এমআরপি আবেদন, ই-পাসপোর্টসহ অন্যান্য কনস্যুলার সেবা দিবে দূতাবাসের একটি ভ্রাম্যমাণ টিম। তারা বাংলাদেশ স্কুল, সিনাওয়ে অবস্থান করে শুক্রবার স্থানীয় সময় সকাল ৯টা থেকে বিকেল ৫টা এবং শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রবাসীদের সেবা দিবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ই-পাসপোর্ট আবেদনের জন্য প্রবাসীদের সাথে করে অনলাইন আবেদনের কপি, অনলাইন জন্ম নিবন্ধন বা পরিচয়পত্র, পূর্বের এম আর পি পাসপোর্ট এবং সিভিল আইডি সঙ্গে নিয়ে সশরীরে উপস্থিত থাকতে হবে।
আর শুধুমাত্র ওমানে জন্ম নেয়া বাংলাদেশি নাগরিক জন্ম নিবন্ধনের জন্য আবেদন করতে পারবেন। এজন্য অনলাইন আবেদনের কপির সাথে ওমানের জন্ম কিংবা চিকিৎসা সনদ ও পিতামাতার জাতীয় পরিচয়পত্রের কপি বা পাসপোর্ট সঙ্গে নিয়ে যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে। জন্ম সনদের ফি ধরা হয়েছে ২ রিয়াল।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post