বাংলাদেশ থেকে আকাশ পথে বিদেশগামী সকল যাত্রীদের জন্য করোনাভাইরাসের পরীক্ষা করাতে ১৬টি কেন্দ্র নির্ধারণ করে দিয়েছে সরকার। এসব কেন্দ্র থেকে করোনাভাইরাসের পরীক্ষার নেগেটিভ সনদ নিয়ে তবেই বিমানে ওঠা যাবে। গত তেইশে জুলাই বাংলাদেশ থেকে ছেড়ে যাওয়া সকল বিমান সংস্থার যাত্রীদের ক্ষেত্রে এই সনদ বাধ্যতামূলক করা হয়।
যেসব স্থানে করোনাভাইরাসের পরীক্ষা করানো যাবে:
১, শের-ই বাংলা মেডিকেল কলেজ, বরিশাল
২, বাংলাদেশ ইন্সটিটিউট অফ ট্রপিক্যাল এন্ড ইনফেকশনাস ডিজিসেস, চট্টগ্রাম
৩, কক্সবাজার মেডিকেল কলেজ (আইইডিসিআর ফিল্ড ল্যাবরেটরি)
৪, কুমিল্লা মেডিকেল কলেজ, কুমিল্লা
ওমানের সাদ্দাতের বেহেস্ত দেখতে এখানে ক্লিক করুনঃ
৫, ন্যাশনাল ইন্সটিটিউট অফ ল্যাবরেটরি মেডিসিন এন্ড রেফারেল সেন্টার, ঢাকা
৬, ইন্সটিটিউট অফ পাবলিক হেলথ, ঢাকা
৭, ন্যাশনাল ইন্সটিটিউট অফ প্রিভেনটিভ এন্ড সোশ্যাল মেডিসিন, ঢাকা
৮, নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতাল, নারায়ণগঞ্জ
৯, খুলনা মেডিকেল কলেজ, খুলনা
১০, কুষ্টিয়া মেডিকেল কলেজ, কুষ্টিয়া
আরও পড়ুনঃ ক্ষতিগ্রস্ত প্রবাসীরা পাবেন ২০০ কোটি টাকার ঋণ
১১, ময়মনসিংহ মেডিকেল কলেজ, ময়মনসিংহ
১২, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ, বগুড়া
১৩, রাজশাহী মেডিকেল কলেজ, রাজশাহী
১৪, এম আবদুর রহিম মেডিকেল কলেজ, দিনাজপুর
১৫, রংপুর মেডিকেল কলেজ, রংপুর
আরো পড়ুনঃ ওমানের রহস্যময় নগরী সাদ্দাতের বেহেস্ত
১৬, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ, সিলেট
যে সকল প্রবাসীরা ঢাকায় করোনা পরীক্ষা করাবেন, তাদের জন্য আরো বিস্তারিত তথ্য নিম্নে দেওয়া হইলো:
স্যাম্পল দেওয়ার স্থান: মহাখালী ডিএনসিসি করোনা আইসোলেশন সেন্টারের নিচ তলা। মহাখালী বাস স্ট্যান্ড এর পাশে।
স্যাম্পল সংগ্রহের সময়- সকাল ১০টা- দুপুর ২টা।
ফী- ১৫১৫ টাকা (২৮/৮/২০ তারিখ হতে কার্যকর হয়েছে) সাথে নিয়ে আসলেই হবে।
কী কী আনতে হবে?-পাসপোর্ট ও টিকেটের ২ কপি করে ফটোকপি এবং মূল কপি সাথে রাখতে হবে।
এখানে একটি ফর্ম দেওয়া হয়, যেটা অনলাইনে আগেই পুরন করে নিয়ে আসলে সময় অনেকটা বেচে যায়।
ফর্ম গুলো পাবেন নিম্নের লিংকে-
https://dghs.gov.bd/…/Outbound_Covid19_Report_Form_Final.pdf
ফর্মটি পূরণের নিয়ম –
https://dghs.gov.bd/…/Outbound_Covid19_Report_Form_Final_ma…
- কোভিড-১৯ পরীক্ষার জন্য স্বাস্থ্য অধিদপ্তর অনুমোদিত বেসরকারী হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার সমূহ
অথবা,
dghs.gov.bd তে যেয়ে বাম পাশে CORONA অপশন এ ক্লিক করলে পেয়ে যাবেন।
কখন আসবেন?
আপনার টিকেট এর তারিখ ও সময় এর ২দিন আগে। (তাহলে ৭২ ঘন্টার মধ্যে না পড়ার রিস্ক থাকবেনা) যেমন-আপনার ফ্লাইট যদি ৩০তারিখে হয়ে থাকে, তাহলে আপনি স্যাম্পল দিবেন ২৮তারিখে।
রিপোর্ট কবে পাবেন?
যেদিন স্যাম্পল দিবেন, তার পরদিন দুপুর ২টা-৫টায় পেয়ে যাবেন। রিপোর্ট নিতে আসার দরকার নেই। রিপোর্ট টি পেয়ে যাবেন নীচের লিংকে ফোন নাম্বার দিয়ে ইন্টার করলেই।
https://covid19reports.dghs.gov.bd/
এই লিংক থেকে ডাউনলোড করে প্রিন্ট করে নিলেই হবে। যদি কোনো সমস্যা হয়ে থাকে রিপোর্টে অথবা দেরী হয়ে যায়, তাহলে ডিএনসিসি তে এসে সংশোধন করে নিতে পারবেন বিকাল ৫টার মধ্যে।
রহস্যময় ওমানের সুলতান দেখতে এখানে ক্লিক করুন
* টেস্ট এর স্যাম্পল শুধুমাত্র এখানেই নেওয়া হয়ে থাকে। এখান থেকে ল্যাব গুলোতে পাঠানো হয়।
* যেই দেশে আপনি যাবেন, সেই দেশের যদি requirement থাকে তাহলেই এই কোভিড টেস্ট আপনার লাগবে।
* ১০ বছরের কম বয়সী বাচ্চাদের সাধারণত টেস্টের প্রয়োজন হয়না। তবে যেই দেশে আপনি যাবেন, সেই দেশের যদি requirement থাকে তাহলেই এই কোভিড নেগেটিভ রিপোর্ট আপনার লাগবে। তাই এই বিষয়ে আপনার এয়ারলাইনসের সাথে যোগাযোগ করুন।
ছুটির দিন সহ প্রতিদিন খোলা থাকে। অত্যন্ত সুষ্ঠুভাবে ঢাকা সিভিল সার্জন কার্যালয়ের অধীনে এবং বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে সামাজিক দূরত্ব মেনে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছেন সিভিল সার্জন অফিস থেকে ডা. রাহিমাতুন ফেরদৌস খান লামিসা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post