মালয়েশিয়ায় স্বর্ণের দোকানে চুরি ও ৪০ লাখ রিঙ্গিত চুরির দায়ে একটি গ্যাংয়ের বিরুদ্ধে পুলিশের অভিযানের সময় এক বাংলাদেশিসহ ৩ জন নিহত হয়েছে।
মঙ্গলবার (১২ মার্চ) মালয়েশিয়ার পাহাং রাজ্যে এই গোলাগুলির ঘটনা ঘটে। স্থানীয় পুলিশ জানিয়েছে, মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে পুলিশ সেন্ট্রো গ্যাং নামের একটি গোষ্ঠীর বিরুদ্ধে অভিযান চালায়। এ সময় পুলিশের গুলিতে দুজন ভিয়েতনামী ও এক বাংলাদেশি নিহত হয়েছেন।
পুলিশ জানিয়েছে, ঘটনার শুরুতে পুলিশের একটি দল সন্দেহজনক একটি প্রাইভেট কার শনাক্ত করে। তল্লাশির উদ্দেশে প্রাইভেট কারটি থামতে বলা হলে গাড়ির চালক পালানোর চেষ্টা করে। এ সময় গাড়ি থেকে একজন ব্যক্তি পুলিশকে লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়ে।
এরপর পুলিশও আত্মরক্ষার জন্য পাল্টা গুলি চালালে ভেতরে থাকা তিনজন নিহত হয়। এরপর গাড়িতে তল্লাশির পর তিনজনের লাশ উদ্ধার করে স্থানীয় পুলিশ।
পুলিশ জানিয়েছে, এই তিনজন ‘গ্যাং সেন্ট্রো’ নামে ডাকাত দলের সদস্য। দলটি গত বছরের জুন থেকে সেলাঙ্গর, নেগেরি সেম্বিলান, পেরাক ও পাহাং এলাকায় বেশ কয়েকটি সোনার দোকানে ডাকাতি ও চুরির সঙ্গে জড়িত ছিল। এরমধ্যে সন্দেহভাজন বাংলাদেশির বিষয়ে বিস্তারিত জানতে তদন্ত চালাচ্ছে পুলিশ।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post