ভারত মহাসাগরে বাংলাদেশি পণ্যবাহী একটি জাহাজ আটক করেছে সোমালিয়ান জলদস্যুরা। এমভি আবদুল্লাহ নামে কয়লাবাহী জাহাজটিতে ২৩ জন নাবিক ও ক্রু রয়েছেন।
বাঁচার আকুতি জানিয়ে এরইমধ্যে অডিও বার্তা দিয়েছেন তারা। বুধবার (১৩ মার্চ) বিকেলে আসা তথ্য অনুযায়ী, জলদস্যুদের কবলে পড়া বাংলাদেশি ওই জাহাজটি সোমালিয়া উপকূলে নিয়ে যাওয়া হয়েছে।
জানা গেছে, পণ্যবাহী জাহাজটি কয়লা নিয়ে ভারত মহাসাগর হয়ে মোজাম্বিক থেকে আরব আমিরাতের আল-হামরিয়া বন্দরের দিকে যাচ্ছিল। গন্তব্য ছিল দুবাই। এদিকে জাহাজের নাবিকদের সুস্থ ফেরত আনার বিষয়ে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। এ বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করার আশ্বাস দিয়েছেন তিনি।
এর আগে মঙ্গলবার দুপুরে জাহাজটিতে হামলা চালিয়ে তা দখলে নেয় প্রায় ১০০ জন সোমালিয়ান জলদস্যু। তাদের অনেকের হাতে অস্ত্র ছিল বলে জানা গেছে। জাহাজে থাকা আরেক নাবিকরা জানান, প্রায় শতাধিক জলদস্যু ছোট ছোট বোটে করে প্রথমে জাহাজটিকে ঘিরে ফেলে। পরে সশস্ত্র অবস্থায় জাহাজে উঠে এর নিয়ন্ত্রণ নেয় তারা। এ সময় নাবিক ও ক্রুদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post