আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ম্যাচে গতকাল মাঠে নেমেছিল আফগানিস্তান। এদিনই আবার ছিল পবিত্র রমজান মাসের প্রথম দিনও। এমন দিনে রোজা রেখেই খেলতে নেমেছিলেন আফগানরা। আইরিশদের বিপক্ষে আগে ব্যাট করে ২৩৬ রানের সংগ্রহ গড়েছিল হাশমতউল্লাহ শহিদীর দল। জবাবে ব্যাট করতে নেমে আয়ারল্যান্ড অলআউট হয় ১১৯ রানেই। ফলে ১১৭ রানের বড় জয় পেয়েছে আফগানিস্তান, একই সঙ্গে ২-০ ব্যবধানে সিরিজও জিতে নিয়েছে তারা।
আগে ব্যাট করতে নেমে আফগানদের হয়ে এদিন দুর্দান্ত সূচনা করেছিলেন দুই ওপেনার। তবে উদ্বোধনী জুটিতে ৬২ রান তোলার পরই সাজঘরে ফিরেন ইব্রাহিম জাদরান। এরপর রহমত শাহ এবং রহমানুল্লাহ গুরুবাজ এবং আজমতুল্লাহ ওমরজাইও ফিরেন দ্রুতই।
তবে পঞ্চম উইকেট জুটিতে এ দিন দলের হাল ধরেছিলেন মোহাম্মদ নবী এবং অধিনায়ক হাশমতউল্লাহ শহিদী। দুজন মিলে জুটি গড়ে স্কোরবোর্ডে তুলেন ৯৭ রান। দলকে চ্যালেঞ্জিং সংগ্রহ এনে দেয়ার পথে এদিন মাঠেই ইফতারও সেরে নিয়েছেন দুজন। ইফতারের সময়ে মাঠে বসেই খেজুর এবং পানীয় দিয়ে ইফতার সারতে দেখা যায় এ দুজনকে।
আফগানদের বাকি ক্রিকেটাররা ইফতার সেরেছেন ড্রেসিংরুমে। ইফতার শেষে নামাজও আদায় করে নিয়েছেন রহমত শাহ, ফজলহক ফারুকিরা। ক্রিকেটারদের নামাজ আদায় এবং ইফতার করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড।
এদিকে ইফতারের পর নবী আউট হন ৪৮ রানের দায়িত্বশীল এক ইনিংস খেলে। তবে ফিফটির দেখা পেয়েছিলেন অধিনায়ক শহিদী। অধিনায়কের ৬৯ রানের ইনিংসের সুবাদে শেষ পর্যন্ত আফগানদের সংগ্রহ দাঁড়ায় ৯ উইকেটে ২৩৬।
এদিকে আফগানিস্তানের দেয়া ২৩৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে এদিন ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল আয়ারল্যান্ড। আফগান বোলারদের সামলে কাল দুই অঙ্ক ছুঁতে পেরেছেন কেবল পল স্টার্লিং এবং কার্টিস ক্যাম্ফার। বাকি সবাই আউট হয়েছেন এক অঙ্কে।
কাল ব্যাট হাতে ৪৮ রানের ইনিংস খেলা ৩৯ বছর বয়সী আফগান অলরাউন্ডার বল হাতেও নিয়েছেন ৫ উইকেট। এছাড়া ৪টি উইকেট নিয়েছেন নানগালিয়ে খারোতে। এ দুজনের বলিং তোপে ৩৫ ওভারেই অলআউট আইরিশরা। তবে দলের হয়ে ৫০ রান করেছেন অধিনায়ক স্টার্লিং, ক্যাম্ফারও খেলেছেন ৪৩ রানের ইনিংস। ফলে শেষ পর্যন্ত ১১৯ রান সংগ্রহ করে আয়ারল্যান্ড। এদিকে ১১৭ রানের বড় এই জয়ে ২-০ ব্যবধানে সিরিজও জিতে নিয়েছে আফগানিস্তান।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post