স্বাস্থ্য সুরক্ষা এবং পেশাগত দায়িত্ব পালনে ব্রিটিশ সুরক্ষা কাউন্সিল থেকে ৫ স্টার রেটিং পেয়েছে ওমানের মাস্কাট আন্তর্জাতিক এয়ারপোর্ট। আজ এক বিবৃতিতে ওমান বিমানবন্দরের প্রধান নির্বাহী শেখ আয়মান বিন আহমেদ আল হোসনী বলেন, “আমরা এই কৃতিত্বের জন্য অত্যন্ত গর্বিত। ওমান বিমানবন্দরগুলি সবসময় স্বাস্থ্য সুরক্ষায় সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়। আমরা আন্তর্জাতিক মানের সাথে সামঞ্জস্য রেখে সুরক্ষা ব্যবস্থাপনার উন্নতি করতে সর্বোত্তম অনুশীলনে সর্বদা সচেষ্ট থাকি।
ওমানের সুলতানের সাথে সাক্ষাৎ করলেন বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রদূত
ওমানে নতুন রাষ্ট্রদূত হিসেবে যোগদান করে দেশটির সুলতান হাইথাম বিন তারেকের সাথে আজ সাক্ষাৎ করেছেন বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রদূতগন। আজ ওমানের রাজপ্রাসাদ বাইত আল বারকায় রাষ্ট্রদূতদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন দেশটির সুলতান। এ সময় প্রতিটি দেশের রাষ্ট্রদূতগন তাদের নিজ নিজ দেশের রাষ্ট্রপ্রধানের দেওয়া প্রশংসা পত্র পেশ করেন সুলতানের সামনে।
আরো পড়ুনঃ ওমানের রহস্যময় নগরী সাদ্দাতের বেহেস্ত
আজ নতুন রাষ্ট্রদূত হিসেবে সুলতানের সাথে সাক্ষাৎ করেন যথাক্রমে, ব্রাজিলের রাষ্ট্রদূত জোস মার্কস, ব্রুনাইয়ের রাষ্ট্রদূত হাজী সলিনি বিন হাজ সাঈদ, মিসরের রাষ্ট্রদূত মোহাম্মাদ আহমেদ ফাহমি ঘোনেইম, তুরস্কের রাষ্ট্রদূত ড.আয়েশা সুজান অসলুনার, হাঙ্গেরির রাষ্ট্রদূত ডাক্তার তাইবুর স্তেমারি, কাজাকিস্তানের রাষ্ট্রদূত নাজমুদ্দিন মোহাম্মাদ আলি, কাতারের রাষ্ট্রদূত জসিম বিন আব্দুর রহমান বিন মোহাম্মাদ আল থানি ও আমেরিকার রাষ্ট্রদূত লিসলি এম সো। এ সময় উপস্থিত ছিলেন ওমানের স্বরাষ্ট্রমন্ত্রী, বৈদেশিক বিষয় মন্ত্রী, রয়্যাল প্রোটোকলের প্রধান, ওমানের রয়াল গার্ডের কমান্ডার এবং সুলতানের সামরিক এসকর্টস।
আরো দেখুনঃ
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post