মালয়েশিয়ায় পহেলা মার্চ থেকে শুরু হয়েছে অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচি। এ কর্মসূচির মাধ্যমে নিজ দেশে ফিরতে আটদিনে দেশটির অভিবাসন বিভাগে আবেদন করেছেন ৫ হাজার ৯৮৩ জন অবৈধ প্রবাসী। যার মধ্যে ১ হাজার ৮৬৪ জন তাদের নিজ দেশে ফিরেছেন। এক সংবাদ সম্মেলনে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশন ইসমাইল এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, প্রত্যাবাসন কর্মসূচিতে ৩ হাজার ১১৫ জন সবচেয়ে বেশি নিবন্ধিত হয়েছে ইন্দোনেশিয়ান নাগরিক। তারপরে বাংলাদেশের ৮৪৬ জন এবং ভারতের ৭০০ জন। এছাড়া অন্যান্য অভিবাসীদের মধ্যে রয়েছে পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, মিয়ানমার, থাইল্যান্ড, ভিয়েতনাম এবং চীন। তবে বাংলাদেশি নিবন্ধিতদের মধ্য থেকে কতজন দেশে ফিরেছেন তা জানা যায়নি।
প্রত্যাবাসন কর্মসূচির মাধ্যমে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই স্বেচ্ছায় নিজ দেশে ফিরে যেতে হবে বলে জানিয়েছেন অভিবাসন বিভাগের মহাপরিচালক, দাতুক রুসলিন জুসোহ। এই কর্মসূচির মাধ্যমে নথিপত্রবিহীন প্রবাসীদের যারা আত্মসমর্পণ করবে তাদের বিরুদ্ধে কোনো বিচার ছাড়াই অভিবাসন অপরাধের জন্য জরিমানা দিয়ে নিজ দেশে ফেরত পাঠানো হবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post