বিমান বাংলাদেশ এয়ারলাইন্স গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে নতুন যন্ত্রপাতি যুক্ত করেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের।
সোমবার (১১ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কুর্মিটোলায় অবস্থিত কোম্পানির যানবাহন বিভাগে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের জন্য এসব নতুন যন্ত্রপাতির অন্তর্ভুক্তি (কমিশনিং) এবং প্রদর্শন করা হয়। বিমানের অপারেশনাল ও গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রমের সক্ষমতা বৃদ্ধির জন্য এসব নতুন যানবাহন সরঞ্জাম কেনা হয়েছে।
বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শফিউল আজিম নতুন সেডান ভিআইপি কারের কমিশনিং করেছে এবং দুইটি এয়ারক্রাফট পুশ-ব্যাক টো-ট্রাক্টর এবং জাপানে তৈরি ১৮টি ব্র্যান্ড নিউ এয়ারক্রাফট কার্গো বা ব্যাগেজ টো-ট্রাক্টর করা হয়েছে।
অনুষ্ঠানে শফিউল আজিম বলেন, “ জাপানের টয়োটা কোম্পানির তৈরি ১৮টি ব্র্যান্ড নিউ এয়ারক্রাফট কার্গো/ব্যাগেজ টো-ট্রাক্টর জিএসই বিমানের বহরে সংযোজিত হওয়ায় গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রম উন্নত হবে। “জিএসই নির্মাতা ফ্রান্সের ‘টিএলডি’র তৈরি দুইটি অত্যাধুনিক এয়ারক্রাফট পুশ-ব্যাক টো-ট্রাক্টর যুক্ত হওয়ায় ফ্লাইট যথাসময়ে উড্ডয়ন নিশ্চিত করার ক্ষেত্রে গ্রাউন্ড হ্যান্ডলিং সেবার সক্ষমতা বৃদ্ধিতে কার্যকরী ভূমিকা রাখবে।”
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে যে, আগামী ছয় মাসের মধ্যে হ্যান্ডলিং কার্যক্রম আরও উন্নত করার লক্ষে শতাধিক গ্রাউন্ড সাপোর্ট যন্ত্রপাতি যুক্ত হবে।
বর্তমানে বিমানের যানবাহন শাখায় ৫৩টি সেডান কার, তিনটি পাজেরো জিপ, ৬৩টি মাইক্রোবাস, ছয়টি পিকআপ ভ্যান, চারটি মোটরসাইকেল, দুইটি অ্যাম্বুলেন্স ও একটি মিনিবাস রয়েছে। তাছাড়া নতুন একটি টয়োটা করল্লা আলটিস হাইব্রিড সেডান কার এবং ৯টি টয়োটা হাইয়েস মাইক্রোবাস শিগগিরই যুক্ত হবে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post