হুন্ডির বিরুদ্ধে ওমানের সুর অঞ্চলে পুলিশের চিরুনি অভিযান, নতুন আরো ২ বাংলাদেশী গ্রেফতার
অবৈধ হুন্ডির বিরুদ্ধে ওমানের সুর অঞ্চলে চিরুনি অভিযান চালাচ্ছে দেশটির আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। স্থানীয় সূত্রে জানাগেছে, গত শুক্রবার থেকে এখন পর্যন্ত ৫ জন হুন্ডি ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটককৃত ৫জনই বাংলাদেশী নাগরিক। গত শুক্রবার (৩০-অক্টোবর) রাতে ৩ জনের গ্রেফতারের পর গতকাল সোমবার এবং আজ মঙ্গলবার আরো দুইজনকে আটক করেছে পুলিশ। আটককৃত ৫জনের মধ্যে ইমতিয়াজ, জমির হোসেন ও হামিদের নাম জান গেলেও বাকি ২ জনের নাম পরিচয় এখনো জানা যায়নি।
এদিকে আজ ওমানের আল বুরাইমিতে চুরি ও অগ্নিসংযোগের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে তিনি কোন দেশের নাগরিক তা জানায়নি আরওপি। আটককৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলে আজ এক বিবৃতিতে জানিয়েছে আরওপি।
১০.৯ শতাংশ কমেছে ওমানে মামলার পরিমাণ
ওমানে কমছে মামলার পরিমাণ। দেশটিতে অক্টোবরে মোট মামলায় পরিমাণ আগের মাসের চেয়ে ১০.৯ শতাংশ কমেছে বলে এক বিবৃতিতে জানিয়েছেন ওমান পাবলিক প্রসিকিউশন (পিপি)। বিবৃতিতে বলা হয়, গত অক্টোবরে দিনে ৬৬ টি করে মোট ২,০৫১ টি মামলা পেয়েছে পাবলিক প্রসিকিউশন। এক ঘন্টা প্রায় তিনটি মামলা প্রদান করা হয়েছে। সেপ্টেম্বরে এর পরিমাণ ছিলো ২,৩০৩ টি।
পাবলিক প্রসিকিউশন জানিয়েছে, অক্টোবর এখন পর্যন্ত ৫ টি অনলাইন অভিযোগসহ মোট ১৬৯ টি অভিযোগ পেয়েছে। পরিসংখ্যান অনুযায়ী তদন্ত প্রতিবেদনগুলি অক্টোবরে ১০ শতাংশ কমেছে। যেখানে আগস্টের তুলনায় সেপ্টেম্বরে ৭৪ শতাংশ বৃদ্ধি পেয়েছিল। পিপি’র পরিসংখ্যানে আরও দেখা গেছে, বিভিন্ন অভিযোগে সন্দেহভাজনদের সংখ্যা সেপ্টেম্বর মাসে ২,৮২৬ জন যেখানে আগস্টে ছিলো ২,৫৬৪ জন।
আরো পড়ুনঃ ওমানের রহস্যময় নগরী সাদ্দাতের বেহেস্ত
বিভিন্ন মামলায় পাবলিক প্রসিকিউশন কর্তৃক গৃহীত বিচারিক সিদ্ধান্তের পরিমাণ ছিল ১,১০৫ টি এবং অক্টোবর মাসে ১১,৬১৭ টি বিচারিক আদেশ জারি করা হয়েছে। অক্টোবরে পাবলিক প্রসিকিউশন তার নিরীক্ষা পরিষেবা বিভাগে ৭৯ টি বিভিন্ন আবেদন পেয়েছিলো বলে উল্লেখ করা হয়।
ওমানে বেসরকারি সংস্থাগুলিকে অনলাইন সমীক্ষার আমন্ত্রণ জানিয়েছে ওসিসিআই
ওমানের বেসরকারি খাতের প্রতিষ্ঠানের আর্থিক সমস্যার তদন্ত করতে একটি অনলাইন সমীক্ষার জন্য আমন্ত্রণ জানিয়েছে ওমান চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ওসিসিআই)। যেকোনো প্রতিষ্ঠানের আর্থিক সমস্যার তদন্তের জন্য নিচের লিংক পূরণ করতে বলা হয়েছে। আজ অনলাইনে জারি করা এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে ওমান চেম্বার।
আবেদনের লিংকঃ https://docs.google.com/forms/d/e/1FAIpQLSecU6G41y30DH97yYLTHMifkIGERp2CMdSXlZVKtHe-Twtgbg/viewform
ওমানে ডিপ্লোমা পরীক্ষার ফলাফল প্রকাশ
ওমানে ২০২০-২০১৯ শিক্ষাবর্ষের দ্বিতীয় দফা সাধারণ শিক্ষা ডিপ্লোমা পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে দেশটির শিক্ষামন্ত্রী ড. মদিহা বিনতে আহমেদ বিন নাসের আল-শিবানিয়াহ। আগামীকাল রাত ১২ টা পর্যন্ত ওমানটেল এবং ওরেডো গ্রাহকদের কাছে টেক্সটের মাধ্যমে ফলাফল পাঠানো হবে। যে শিক্ষার্থীরা সাফল্য অর্জন করেনি তারা বিধিবিধান অনুযায়ী কার্যকর ভাবে মেনে চলতে চাইলে চলতি শিক্ষাবর্ষ ২০২০-২১ -এ পুনরায় তাদের নাম নথিভুক্ত করতে পারবে। আজ শিক্ষা মন্ত্রণালয়ের অনলাইনে জারি করা এক বিবৃতিতে এই তথ্য দেওয়া হয়েছে।
সাদ্দাতের বেহেস্ত দেখতে এখানে ক্লিক করুনঃ
ওমানের দাইমানিয়াত দ্বীপে রাত্রিযাপন নিষিদ্ধ
মহামারী করোনার কারণে দীর্ঘদিন বন্ধের পর অবশেষে ওমানের অন্যতম পর্যটক কেন্দ্র দাইমানিয়াত দ্বীপ খুলে দেওয়া হলেও দ্বীপটিতে পর্যটকরা রাত্রিযাপন করতে পারবেন না বলে জানিয়েছে দেশটির পরিবেশ কর্তৃপক্ষ। করোনা মোকাবেলায় ওমান সুপ্রিম কমিটির সিদ্ধান্ত মেনে দ্বীপপুঞ্জে রাত্রি যাপন বন্ধ করে দিয়েছে বলে জানানো হয়েছে। সুপ্রিম কমিটি নতুন কোনো সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে বলে আজ অনলাইনে জারি করা এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে ওমানের পরিবেশ কর্তৃপক্ষ।
আরো দেখুনঃ ওমানে নতুন আইন
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post