করোনা আক্রান্ত হয়েও ভুয়া করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে বিদেশ যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একযাত্রী গ্রেফতার। আটককৃত প্রবাসী ভুয়া সার্টিফিকেট নিয়ে কাতারের রাজধানী দোহা ভ্রমণের চেষ্টা করছিলেন বলে জানাগেছে। উক্ত প্রবাসীর নাম মো. নাসির উদ্দিন।
গতকাল সোমবার (২-নভেম্বর) এ ঘটনা ঘটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। সেখানকার স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, বিকেলে কাতারের দোহাগামী যাত্রীদের করোনা নেগেটিভ সার্টিফিকেট পরীক্ষার সময় নাসির উদ্দিনের রিপোর্ট দেখে সন্দেহ হয় কর্মকর্তাদের। তিনি নেগেটিভ সার্টিফিকেট দিলেও সেটি স্বাস্থ্য অধিদপ্তরের সার্ভারে দেখে যাচাই করেন তারা। সেখানে নাসিরকে করোনা পজিটিভ দেখানো রয়েছে।
আরো পড়ুনঃ ওমানের রহস্যময় নগরী সাদ্দাতের বেহেস্ত
কর্মকর্তারা জানান, চট্টগ্রামের সিভিল সার্জনের কার্যালয়ের মাধ্যমে দোহাগামী যাত্রী নাসির করোনা পরীক্ষা করিয়েছিলেন। সেখানেও যাচাই করেন তারা। সিভিল সার্জন কার্যালয়ও জানায় নাসির করোনা আক্রান্ত। পরে তাকে বিমানবন্দরের ভ্রাম্যমাণ আদালতে তোলা হলে ১১ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তির নির্দেশ দেওয়া হয়।
আরো দেখুনঃ ওমানে নতুন আইন
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post