সারাবিশ্বে প্রাণঘাতী করোনাভাইরাতে সবচেয়ে বিপাকে নিম্নআয়ের মানুষ ও বিভিন্ন দেশে কর্মরত প্রবাসীরা। সম্প্রতি মধ্যেপ্রাচ্যের দেশ কাতারে প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে চাকরি হারিয়েছে অনেক প্রবাসী বাংলাদেশি। বর্তমানে আতঙ্ক আর অনিশ্চয়তায় দিন পার করছেন তারা। তবে কাজ হারানো শ্রমিকদের পাশে দাঁড়িয়েছে কাতারের বেশ কিছু বাংলাদেশি সংগঠন। মধ্যপ্রাচের এই দেশটিতে এখন পর্যন্ত করোনায় চার বাংলাদেশিসহ মারা গেছেন ১০ জন। আক্রান্ত হয়েছেন ১৪ হাজারের বেশি মানুষ।
আরও পড়ুনঃ ওমানে বাড়ছে সুস্থতার হার স্বস্তিতে নাগরিকরা
বিশ্ব মহামারী করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার পর থেকেই ঘরে বসে দিন পার করছেন কাতারে কর্মরত প্রবাসী বাংলাদেশি শ্রমিকরা। এতে চরম মানবেতর দিন পার করছেন তারা। তাদের সহযোগিতায় এগিয়ে এসেছেন প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠক। এই অবস্থায় সকল বাংলাদেশি সংগঠনকে এক হয়ে কর্মহীন বাংলাদেশিদের পাশে দাঁড়ানোর আহ্বান প্রবাসীদের
সর্বশেষ তথ্য অনুযায়ী দেশটিতে ৯৭ হাজারের বেশি মানুষের নমুনা পরীক্ষা করা হয়েছে। এক হাজার চারশো জনের বেশি মানুষ সুস্থ হয়ে ঘরে ফিরেছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
https://www.youtube.com/watch?v=H320x19a9VA
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post