পুনরায় মহামারী করোনাভাইরাসের (কোভিড-১৯) প্রাদুর্ভাব ঊর্ধ্বমুখী হওয়ায় মদিনা ও কুয়েত সহ পাঁচটি আন্তর্জাতিক রুটে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত ফ্লাইট বাতিল করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তবে বাকি রুটগুলোতে বিমানের ফ্লাইট চলাচল অব্যাহত থাকবে। সোমবার (২ নভেম্বর) বিমানের ওয়েবসাইটের নোটিশে এ তথ্য জানানো হয়।
বিমানের ওয়েবসাইটে বলা হয়েছে, ৩০ নভেম্বর পর্যন্ত ম্যানচেস্টার, মদিনা, ব্যাংকক, কাঠমান্ডু ও কুয়েত রুটের সব ফ্লাইট বাতিল করা হলো। এসব রুটে ফ্লাইট চালুর দিন ও তারিখ পরবর্তীতে জানিয়ে দেয়া হবে।
করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে গত ২১ থেকে ৩১ মার্চ পর্যন্ত যুক্তরাজ্য, চীন, হংকং, থাইল্যান্ড ছাড়া সব দেশের সঙ্গে এবং অভ্যন্তরীণ রুটে যাত্রীবাহী ফ্লাইট চলাচল বন্ধের ঘোষণা দিয়েছিল বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। এরপর আরেকটি আদেশে চীন বাদে সব দেশের সঙ্গে ৭ এপ্রিল পর্যন্ত বিমান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়।
এদিকে ওমান রুটেও ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এমন সংবাদ প্রচার হচ্ছে। যা মিথ্যা বলে জানিয়েছে বিমান। বিমানের ওয়েবসাইটের বরাত দিয়ে দেশের কয়েকটি অনলাইন গণমাধ্যমের সংবাদে বলা হয়, ব্যাংকক, ম্যানচেস্টার, কাঠমান্ডু, মাস্কাট ও কুয়েত রুটে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত ফ্লাইট স্থগিত করা হয়েছে। তবে এই সংবাদকে মিথ্যা বলে আখ্যায়িত করেছে বিমান।
আরো পড়ুনঃ রহস্যময় ওমানের সুলতান
বিমানের ফ্লাইট বাতিল প্রসঙ্গে বিমানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে প্রবাস টাইমের পক্ষথেকে মুঠোফোনে যোগাযোগ করলে তারা বলেন ওমানের সাথে বিমানের ফ্লাইট বন্ধের ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। বরং ওমান রুটে বিমানের ফ্লাইট পূর্বের তুলনায় এখন আরো বাড়ানো হয়েছে। পূর্বে সপ্তাহে দুইটি ফ্লাইট পরিচালনা করলেও বর্তমানে সপ্তাহে চারটি ফ্লাইট পরিচালনা করছে জাতীয় পতাকাবাহী এই প্রতিষ্ঠান।
সপ্তাহের প্রতি সোমবার, মঙ্গলবার, বৃহস্পতিবার এবং শুক্রবার দিবাগত রাত ২-৩০ মিনিটে মাস্কাট টু ঢাকা ফ্লাইট পরিচালনা করছে বিমান। সেইসাথে ওমান থেকে এখন রিটার্ন টিকেট ও দিচ্ছে বিমান এমন তথ্য জানিয়েছেন বিমানের এক ঊর্ধ্বতন কর্মকর্তা। অনওয়ে টিকিট মূল্য ১৪৩ রিয়ালে মিলছে এবং রিটার্ন টিকিটের মূল্য ২৫০ রিয়াল থেকে ২৬০ রিয়াল পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। তবে আগামী ডিসেম্বর নাগাদ ওমান থেকে বিজনেস ক্লাস ব্যতীত বিমানের কোনো আসন খালি নেই বলে জানান উক্ত কর্মকর্তা।
প্রতিটি টিকেটে একজন যাত্রী ৪৫ কেজি মাল বুকিং দিতে পারবে এবং হাতে ৭ কেজি মাল আনতে পারবে। চলতি মাসে ওমান রুটে বিমানের ফ্লাইট শিডিউলে কোনো পরিবর্তন নেই বলেও জানান এই কর্মকর্তা।
আরো পড়ুনঃ ওমানের রহস্যময় নগরী সাদ্দাতের বেহেস্ত
তবে বিশ্বস্ত সূত্রে জানাগেছে, দেশে করোনা পরিস্থিতি বিবেচনা করে হয়তো পুনরায় এয়ারপোর্ট বন্ধ হতে পারে। ইতিমধ্যেই ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় বিমানবন্দরসহ দেশের সকল প্রবেশ পথে বাধ্যতামূলক পরীক্ষা এবং বিদেশ ফেরতদের কোয়ারান্টাইনে রাখার জন্য সংশ্লিষ্ট প্রশাসনকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ওমানে তিন বাংলাদেশী হুন্ডি ব্যবসায়ী গ্রেফতার
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post