চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সাদ্রা দরবার শরীফ, সমেশপুর, অলিপুরসহ জেলার প্রায় ৪০ গ্রামের মানুষ সৌদি আরবের সাথে মিল রেখে সোমবার থেকে রোজা শুরু করবেন।
রোববার স্থানীয় সময় বিকেল ৫টা ৩০ মিনিটে আনুষ্ঠানিকভাবে চাঁদ দেখা শুরু হয়। পরে রাতে সৌদি আরবে চাঁদ দেখার খবরটি নিশ্চিত হওয়া যায়।
এদিকে সৌদি আরবে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যাওয়ায় রাতে তারাবির নামাজ ও সেহরি খাওয়ার মধ্যদিয়ে সৌদি আরবসহ আরব দেশের সঙ্গে মিল রেখে চাঁদপুরে ৪০ গ্রামের বাসিন্দারা রমজানের আনুষ্ঠানিকতা শুরু করবেন।
ঐতিহাসিক সাদ্রা দরবার শরীফের পীরজাদা পীর ড. বাকীবিল্লাহ মিশকাত চৌধুরী জানান, আগাম রোজা ও দুই ঈদ পালনের প্রবর্তক মাওলানা ইসহাক (রহ.)। ১৯৩২ সাল থেকে সাদ্রা দরবার শরিফের পীর সাহেব সৌদি আরবের সাথে মিল রেখে রোজা, ঈদুল ফিতর ও ঈদুলি আজহা উদযাপনের নিয়ম চালু করেন।
তিনি আরও জানান, সৌদি আরবে পবিত্র রমজান মাসের চাঁদ দেখার খবর পেয়েছি। আমরা নিজেরাও খোঁজ-খবর নিয়ে নিশ্চিত হয়েছি। ইনশাল্লাহ সোমবার থেকে আমাদের গ্রামে রোজা শুরু হবে।
উল্লেখ্য, পবিত্র রমজান মাস শুরুর সময় ঘোষণা করেছে সৌদি আরব। দেশটির আকাশে রোববার পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে বলে জানানো হয়। সে হিসেবে সোমবার থেকে দেশটিতে শুরু হচ্ছে রোজা। রোববার দেশটির সুপ্রিম কোর্ট এ তথ্য জানায়। এ ছাড়া আরব আমিরাতেও সোমবার থেকে শুরু রোজা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post