পবিত্র মাহে রমজান এবং ঈদুল ফিতর উপলক্ষে এক হাজার পরিবারকে ৫০ হাজার টাকা করে উপহার দিচ্ছেন আরাভ খান। রোববার সন্ধ্যা ৭ টা থেকে ফেজবুক লাইভে এসে উপহারের জন্য নির্বাচিত ব্যক্তিদের কল করে নিজেই প্রাপ্তির বার্তা পৌঁছে দিচ্ছেন আরাভ।
এর আগে গত মঙ্গলবার (৫ মার্চ) নিজের ফেজবুক পেইজ থেকে লাইভে এসে বড় অঙ্কের এই উপহার দেয়ার ঘোষণা দেন তিনি। এরপরই কমেন্ট বক্সে আগ্রহীদের মিছিল নামে। শর্তমত সবাই নাম ঠিকানা এবং মোবাইল নাম্বার কমেন্টে লিখে দিতে থাকেন।
মাত্র ৫ দিনে আরাভ খানের সেই ভিডিওতে কমেন্ট করেন ৪ লাখেরও বেশি মানুষ। সেখান থেকেই নামগুলো রোববার সকাল থেকে লটারির বক্সে ভরা হয়। পূর্ব ঘোষণা অনুযায়ী, সন্ধ্যা নামতেই লাইভে আসেন আরাভ খান।
একটি করে কাগজের টুকরো উঠিয়ে ভাগ্যবান বিজয়ীদের ফোন করে চমকে দিতে থাকেন। প্রবাসী আরাভের এই উদ্যোগ নিয়ে দেশ বিদেশে এখন প্রশংসার ঝড় বইছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post