পবিত্র রমজান মাসের চাঁদ দেখা না যাওয়ায় আগামীকাল সোমবার থেকে জাপানে রোজা শুরু হচ্ছে না।
দেশটি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, জাপানে কাল শাবান মাসের শেষ দিন হবে এবং মঙ্গলবার থেকে শুরু হবে পবিত্র রমজান মাস।
মুসলিম দেশগুলোর সমন্বয়ে জাপান চাঁদ দেখা কমিটির (রুইয়াতে হেলাল জাপান) ঘণ্টাব্যাপী বৈঠক শেষে আজ রোববার এ সিদ্ধান্ত জানানো হয়।
মালয়েশিয়ার জাতীয় চাঁদ দেখা কমিটির সঙ্গে যোগাযোগ করে এই সিদ্ধান্তের কথা জানান রুইয়াতে হেলাল জাপানের অন্যতম মুখপাত্র প্রবাসী বাংলাদেশি হাফেজ আলাউদ্দিন।
তিনি জানান, সোমবার রাতে তারাবি নামাজ আদায় করা হবে এবং ওই রাতের শেষ প্রহরে সেহরি খেয়ে ১২ মার্চ মঙ্গলবার প্রথম রোজা হবে জাপানে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post