দেশথেকে ওমান যেয়ে কোয়ারান্টাইন আইন না মেনে বাহিরে ঘোরাফেরার সময় ওমানে এক বাংলাদেশী প্রবাসী গ্রেফতার
দেশথেকে পুনরায় ওমান যেয়ে ১৪ দিন কোয়ারান্টাইনে না থেকে বাহিরে ঘোরাফেরার সময় রয়্যাল ওমান পুলিশের হাতে ইমতিয়াজ হোসেন নামে এক প্রবাসী আটক হয়েছে। গত বৃহস্পতিবার রাতে ওমানের সুর থেকে ইমতিয়াজকে গ্রেফতার করে পুলিশ। বিশ্বস্ত সূত্রে জানাগেছে, আটককৃত ব্যক্তি দেশে থেকে পুনরায় ওমান যেয়ে কোয়ারান্টাইন আইন না মেনে বাহিরে ঘোরাফেরা করেছিলো। পরিবর্তিতে প্রযুক্তির সহায়তায় অনলাইন পর্যবেক্ষণের মাধ্যমে তাকে গ্রেফতার করে পুলিশ। আটককৃত ইমতিয়াজের বাড়ি চট্টগ্রামের রাউজানে। তিনি দীর্ঘদিন যাবত ওমানের সুর অঞ্চলের সানায়া নামক সহরে বসবাস করেন বলে জানাগেছে।
এদিকে আজ ওমান সুপ্রিম কমিটির আইন অমান্য করার অপরাধে দেশটির দাহিরাহ অঞ্চল থেকে অসংখ্য প্রবাসীকে গ্রেফতার করেছে রয়্যাল ওমান পুলিশ আরওপি। আটককৃত প্রবাসীরা গন জমায়েত করেছিলো বলে এক বিবৃতিতে জানিয়েছে আল দাহিরাহ পুলিশ কমান্ড।
আগামীকাল থেকে সালালায় চালু হচ্ছে মাওয়াসালাত বাস
ওমান সুপ্রিম কমিটির নির্দেশনা অনুযায়ী আগামীকাল পহেলা নভেম্বর থেকে ওমানের দ্বিতীয় বৃহত্তম শহর সালালাহতে বাস পরিষেবা চালু করবে দেশটির জাতীয় বাস পরিবহন কোম্পানি মাওয়াসালাত। আজ এক বিবৃতিতে মাওয়াসালাত জানিয়েছে, পহেলা নভেম্বর থেকে সালালাহ এয়ারপোর্ট থেকে শুরুকরে মোট ২ টি জোনের মাধ্যমে ইন্টার সিটি পরিষেবা চালু করবে।
এতে যাত্রীদের সর্বনিম্ন ১০০ পয়সা ভাড়ার সাথে অতিরিক্ত ৫০০ পয়সা দিতে হবে জীবাণুমুক্তকরণ ও পরিষ্কারের জন্য। সেইসাথে বাসে ভ্রমণ করার পূর্বে মাস্ক পরিধান বাধ্যতামূলক করা হয়েছে। যাত্রীদের বাসে উঠার পূর্বে তাপমাত্রা চেক করা এবং বাসের ভিতরে হ্যান্ড স্যানিটাইজার সরবরাহ করা সহ যাত্রীদের পুরোপুরি স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে বলে জানানো হয়েছে।
ওমানের আরব সাগরে বিষাক্ত লাল পানি, সবাইকে সাবধানে থাকার আহ্বান
হঠাত করে ওমানের আরব সাগরের কিছু অংশে লাল রক্তের মতো পানির দেখা মিলছে। ওমানের যেসব অঞ্চলে লাল জোয়ারের পানি দেখা মিলছে, উক্ত ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলো সবাইকে এড়িয়ে চলার জন্য আহ্বান জানিয়েছে ওমানের স্বাস্থ্য মন্ত্রণালয়। প্ল্যাঙ্কটন এবং ক্রমবর্ধমান শৈবাল থেকে এই বিষাক্ত লাল পানির জোয়ার এসেছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।
আরো পড়ুনঃ ওমানের রহস্যময় নগরী সাদ্দাতের বেহেস্ত
প্রভাবিত অঞ্চলগুলোতে শেলফিস ও মরা মাছ না খাওয়ার জন্য পরামর্শ দিয়েছে ওমান স্বাস্থ্য অধিদপ্তর। এছাড়াও কোনো ব্যক্তির যদি কোনো কারণে বমিভাব, ডায়রিয়া এবং স্নায়ুতন্ত্রের লক্ষণ যেমন অসাড়তা, হাত পা দুর্বল হওয়া এবং শ্বাসকষ্ট দেখা দেয়, তাহলে দ্রুত নিকটস্থ চিকিৎসাকেন্দ্রে ভর্তি করানোর অনুরোধ জানিয়েছে ওমান স্বাস্থ্য অধিদপ্তর। ইতিমধ্যেই এই লাল পানির প্রভাবে ওমানের সালালাহ অঞ্চলে বেশ কয়েকজন মানুষ অসুস্থ হয়ে পরেছেন বলে এমন খবর পাওয়া গেছে। এমতাবস্থায় সবাইকে সাবধানে থাকতে অনুরোধ জানানো হয়েছে।
ওমানে লরি দুর্ঘটনা, রিমা ও আল জাজার রাস্তায় যানচলাচল বন্ধ ঘোষণা
ওমানে রিমা ও আল জাজার রাস্তায় লোকোমোটিভ ও ট্রেলার ভেঙে যাওয়ার কারণে সাময়িক সময়ের জন্য যানচলাচল বন্ধ করে দিয়েছে রয়্যাল ওমান পুলিশ (আরওপি)। আজ অনলাইন জারী করা এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে আরওপি। সবাইকে সাবধানতা অবলম্বন করতে এবং বিকল্প রাস্তা ব্যবহার করতে অনুরোধ জানিয়েছে আরওপি।
ওমানে বিদেশি বিনিয়োগের পরিমাণ বেড়েছে ৫.৯ শতাংশ
গত বছরের তুলনায় চলতি বছর ওমানে বিদেশি বিনিয়োগের পরিমাণ বেড়েছে প্রায় ৫.৯ শতাংশ। আজ এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে ওমান নিউজ এজেন্সি (ওএনএ)। বর্তমানে দেশটিতে বিদেশি বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১৫ শ কোটি মার্কিন ডলার।”
আরো পড়ুনঃ রহস্যময় ওমানের সুলতান
দেশটির জাতীয় পরিসংখ্যান ও তথ্য কেন্দ্রে’র দেওয়া তথ্য অনুযায়ী বিদেশি বিনিয়োগের দিকে ওমানে প্রথম স্থানে রয়েছে যুক্তরাজ্য। বর্তমানে দেশটির ওমানে মোট বিনিয়োগের পরিমাণ প্রায় ৭.৫৪৪ মিলিয়ন ওমানি রিয়াল।
ওমানের শ্রমিকদের জন্য সু খবর
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post