ফিলিস্তিনি গাজা উপত্যকায় টানা প্রায় পাঁচ মাস ধরে নির্বিচারে হামলা চালাচ্ছে ইহুদিবাদী ইসরায়েল। গত ৭ অক্টোবর বিমান হামলার মধ্য দিয়ে এই বর্বর আগ্রাসন শুরু করে ইসরায়েল, এরপর ২৮ অক্টোবর শুরু হয় স্থল অভিযান।
বিশ্লেষক সুলতান আল-আজলোনির মতে, ইহুদিবাদের সাথে যুদ্ধের ফলাফল তাৎক্ষণিক হবে না, তবে এর ফল দীর্ঘমেয়াদে নির্ধারিত হবে।
ফিলিস্তিনি বিশ্লেষক এর মতে, গাজা যুদ্ধের সময় ইহুদিবাদী প্রকল্পের দুটি গুরুত্বপূর্ণ স্তম্ভ নিরাপত্তা ও অর্থনীতি ভেঙে পড়েছে। ইসরাইল বিষয়ে বিশেষজ্ঞ এই ফিলিস্তিনি বিশ্লেষক সুলতান আল-আজলোনি আলআকসা স্যাটেলাইট টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, সব লেখকই লিখেছেন ইসরাইল শব্দটি কিভাবে গণহত্যা, আন্তর্জাতিক আইন লঙ্ঘন, অপরাধ ও সহিংসতার সমার্থক হয়ে উঠেছে এবং এ সবই ফিলিস্তিনের বিজয়ের আলামত।
তিনি জোর দিয়ে বলেন যে বিশ্বে ইহুদিবাদীদের চেতনা এবং বিশ্বাসের ক্ষতি হয়েছে, এবং অধিকৃত ভূমি থেকে ইহুদিদের বিপরীত অভিবাসনের অনেক লক্ষণ ফুটে উঠছে।
ইসরাইল গত বছরের অক্টোবর মাস থেকে পশ্চিমা সরকারগুলোর সর্বাত্মক সমর্থন নিয়ে গাজা উপত্যকা ও পশ্চিম তীরে মজলুম ও প্রতিরক্ষাহীন ফিলিস্তিনি সাধারণ জনগণের ওপর ব্যাপক গণহত্যা শুরু করে।
ব্রিটিশ ঔপনিবেশিকতার সমর্থনে ১৯৪৮ সালে ফিলিস্তিনি ভূমিতে ইসরাইল প্রতিষ্ঠিত হয়েছিল। তারপর থেকে ইসরাইল ফিলিস্তিনিদের ওপর জাতিগত শুদ্ধি অভিযান চালানো এবং তাদের সমস্ত ভূমি দখল করার জন্য বিভিন্ন গণহত্যা চালানোর পরিকল্পনা গ্রহণ করে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post