অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় বিমান থেকে ফেলা ত্রাণ পড়ে পাঁচ ফিলিস্তিনি নিহত ও আহত ১০ জন। গতকাল শুক্রবার গাজার উত্তরাঞ্চলীয় আল শাতি শরণার্থী ক্যাম্পে এই দুর্ঘটনা ঘটে। আহতদের আল-শিফা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আল-শিফা হাসপাতালের জরুরি বিভাগের প্রধান মোহাম্মদ আল-শেখ ৫ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
ঘটনাস্থলে থাকা সাংবাদিক খাদের স্থানীয়দের বরাত দিয়ে সিএনএনকে এই তথ্য জানালেও কোন দেশের বিমান থেকে এসব ত্রাণ ফেলা হয়েছে তা নিশ্চিত করে বলতে পারছেন না।
এদিকে, গত বছরের ৭ অক্টোবর ইসরাইলে আচমকা হামাস ও এর সহযোগী সংগঠনগুলো হামলা চালায়। তারপর থেকেই প্রতিশোধের নামে ইসরায়েল গাজায় বর্বরোচিত হামলা চালিয়ে যাচ্ছে। দখলদার ইসরায়েল হামলায় ইতোমধ্যে প্রায় ৩১ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত ৭২ হাজারেরও ফিলিস্তিনি। ভুক্তভোগীদের বেশিরভাগই নারী ও শিশু বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
ক্রমাগত হামলায় গাজায় খাদ্য সংকট তীব্র আকার ধারণ করেছে। অনাহারে থাকা ফিলিস্তিনিদের সহযোগিতায় কয়েকদিন ধরে বিমান থেকে ত্রাণ ফেলছে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ।
এদিকে, গত রোববার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নির্দেশনার পর উত্তর গাজায় বিমান থেকে ৩৬ হাজার খাবার প্যাকেট ফেলে যুক্তরাষ্ট্র। জর্ডানের সঙ্গে সমন্বয় করে এদিন দ্বিতীয়বারের মতো খাবার ফেলে জো বাইডেন প্রশাসন।
গেল কয়েক সপ্তাহ ধরে গাজায় ২০ বারের মতো খাবারের প্যাকেট ফেলছে যুক্তরাষ্ট্র, জর্ডানের পাশাপাশি ইসরায়েলি সেনাবাহিনীর সঙ্গে সমন্বয় করে ফ্রান্স, সংযুক্ত আরব আমিরাত ও মিশর।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post