বাংলাদেশ থেকে প্রবাসী কর্মী নিয়োগের প্রক্রিয়া আরও সহজ করল মালয়েশিয়া সরকার। এখন থেকে মালয়েশিয়াতে বাংলাদেশি কর্মী নিয়োগে কোন এজেন্সি ছাড়াই আবেদন করতে পারবে। ফলে মালয়েশিয়ায় প্রবাসীদের যাওয়ার খরচ আরও কমবে।
গতকাল শুক্রবার মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুশন ইসমাইল এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন। খবর মালাই মেইলের।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশি প্রবাসী শ্রমিকদের নিয়োগের বিষয়ে নিয়োগকর্তাদের সক্রিয় আইডি ও ব্যবহারকারীর ম্যানুয়াল প্রদান করা হয়েছে। যার মাধ্যমে এখন থেকে ইমিগ্রেশন বিভাগের মাইভিসা পোর্টালের মাধ্যমে সরাসরি ই-ভিসার আবেদন করতে পারবে প্রবাসী।
তিনি বলেন, যেসব প্রবাসীর ভিসা অনুমোদন হয়েছে তাদের মালয়েশিয়ায় আনতে নিয়োগকর্তাদের আগামী ৩১ মে পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে।
এর আগে, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম গত ফেব্রুয়ারিতে প্রবাসী কর্মী নিয়োগে এজেন্টের হস্তক্ষেপ বন্ধের নির্দেশ দিয়েছিলেন।
প্রধানমন্ত্রী বলেছিলেন, নেপালের প্রবাসীদের মালয়েশিয়ায় আসতে মাত্র ৩ হাজার ৭০০ রিঙ্গিত খরচ হয়। কিন্তু বাংলাদেশ এবং ইন্দোনেশিয়ার প্রবাসীদের বেলায় তা ২০ হাজার থেকে ২৫ হাজার রিঙ্গিত লাগে, যা ‘আধুনিক দাসত্বের’ সমতুল্য।
এদিকে, ১ মার্চ থেকে শুরু হওয়া অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচি অনথিভুক্ত ও তাদের দেশে ফিরে যাওয়ার জন্য অভিবাসন বিভাগে রিপোর্ট করার অনুমতি দেওয়া হয়েছে।
গত ৭ মার্চ পর্যন্ত অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচির আওতায় ৫ হাজারের বেশি আবেদন করা হয়েছে এবং প্রায় ২ হাজার প্রবাসী নিজ দেশে ফেরে গেছেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post