বাংলাদেশি শ্রমিক আনার সঙ্গে যুক্ত এজেন্টদের চুক্তি বাতিল করেছে মালয়েশিয়া সরকার। এর ফলে বাংলাদেশি শ্রমিকদের মালয়েশিয়ায় যেতে কোনো এজেন্টের প্রয়োজন হবে না।
শুক্রবার (৮ মার্চ) দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ঈসমাইল সাংবাদিক সম্মেলনে বলেছেন, বাংলাদেশি শ্রমিকরা সরাসরি মাইভিসা পোর্টালে ই-ভিসার আবেদন করতে পারবেন। “বাংলাদেশি প্রবাসী শ্রমিক নিয়োগের জন্য নিয়োগকর্তাদের ম্যানুয়াল ও সক্রিয় আইডি দেওয়া হয়েছে।” এর মধ্যে ৩১ মার্চ শেষ হয়ে যাচ্ছে বিভিন্ন দেশের শ্রমিক নিয়োগের কোটা।
স্বরাষ্ট্রমন্ত্রী সাইফউদ্দিন ঈসমাইল আরও বলেন, মানবসম্পদ মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় যৌথভাবে এ সিদ্ধান্ত নিয়েছে এবং ‘জন নিরাপত্তা ও স্থিতিশীলতার’ কথা চিন্তা করেই এ সিদ্ধান্ত নিয়েছে।
গত সপ্তাহে স্বরাষ্ট্রমন্ত্রী সাইফউদ্দিন বলেছেন, ৩১ মার্চের মধ্যে কলিং ভিসা ইস্যু না করা হলে সেগুলো বাতিল করা হবে। ভিসার জন্য সরকারকে যে কর প্রদান করেছে সেগুলো রিফান্ড করা হবে।
তবে মালয়েশিয়ার (এফএমএম) এবং (এমআইসিসিআই) ফেডারেশন দুইটি এই সিদ্ধান্তের কঠোর সমালোচনা করে বলেছে, সরকারের এমন সিদ্ধান্তে ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে হুমকির মুখে পরে যাবে।
ফেডারেশন দুইটির যৌথ দাবি, যে সকল প্রতিষ্ঠান আগেই কর্মী নিয়োগের পরিকল্পনা করেছিল তারা সমস্যায় পড়বে এবং নিয়োগকারী প্রতিষ্ঠানগুলো তাদের চুক্তির শর্ত পূরণ করতে ব্যর্থ হবে। এই কারণে আর্থিক ও বাণিজ্যিক ক্ষতি হবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post