আজ বিশ্ব নারী দিবস উপলক্ষে নারীদের প্রতি সম্মান জানাতে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
এই প্রথম একটি আন্তর্জাতিক ফ্লাইট নারীদের দিয়ে পরিচালনা করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ফ্লাইটটির ক্রু, পাইলট, গ্রাউন্ড স্টাফ সবাই ছিলেন নারী। বিমান বাংলাদেশ ফ্লাইট বিজি-৩৪৯ শুক্রবার দুপুরে ঢাকার শাহজালাল বিমানবন্দর থেকে দাম্মামের উদ্দেশে ছেড়ে যায়।
এদিকে বিমান বাংলাদেশ জানায়, ফ্লাইটের ক্রুদের ব্রিফিং, চেক-ইন কাউন্টার, ফ্লাইট কভারেজ, কেবিন ক্রু এবং ককপিট ক্রু সবই ছিলেন নারী সদস্য। ফ্লাইটটির ক্যাপ্টেন ছিলেন পাইলট নারী আলিয়া মান্নান ও ফার্স্ট অফিসার ফারিহা তাবাসসুম।
এক বিজ্ঞপ্তিতে বিমান বাংলাদেশ জানায়, আজ বিশ্ব নারী দিবসে বিমানের নারী কর্মকর্তা-কর্মচারীদের প্রতি সম্মান প্রদর্শনের জন্য দক্ষতা আর পেশাদারিত্বের অসামান্য অবদান রাখায় বিমান বাংলাদেশ এই ব্যতিক্রমী উদ্যোগ নেয়।
উল্লেখ্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ১৫ জন অভিজ্ঞ নারী পাইলটসহ দক্ষ ও প্রশিক্ষিত ৩৪৫ জন নারী কেবিন ক্রু রয়েছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সকল শাখায় নারীদের দখলে রয়েছে যেমন- গ্রাউন্ড স্টাফ, নারী প্রকৌশল, নারী প্রকৌশলী ইন্সট্রাক্টরসহ নারী কর্মকর্তা ও কর্মচারী।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post