ইতালির ভেনিসে তৃতীয় বারের মতো অনুষ্ঠিত হয়ে গেলো জোবানী পের লা উমানিতা ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল খেলা । ইতালি, ইংল্যান্ড ও সুইডেনের মোট ২০ টি দল অংশগ্রহণ করে এই টুর্নামেন্টে । তিনটি পর্বের খেলায় ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করেন সুইডেন হতে আগত হবিগঞ্জ একাদশ বনাম টু স্টার ।
ভেনিসের মারঘেরায় ইনডোর হলরুমে টুর্নামেন্টে হবিগঞ্জ একাদশ কে পরাজিত করে টু স্টার জয়লাভ করেন। উক্ত টুর্নামেন্টে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ও অংশগ্রহণ কারী খেলোয়াড়দের ম্যাডেল পরিয়ে হাতে পুরস্কার তুলে দেন, ভেনিস পৌরসভার ক্রীড়া উপদেষ্টা আলেছ্ছীয় পুলিন , ইতালিয়ান টেলিভিশন সাংবাদিক আন্না মারিয়া , ভেনিস ক্রিকেট ক্লাবের সভাপতি আলবেরর্ত মিজ্জানী , সাধারন সম্পাদক মারিয়েল্লা মুলাস্সানো , পানাথলন ইন্টারন্যাশনাল ক্লাবের সভাপতি ডক্টর কোনিলিও ফাবরিচ্ছিও , মিরানো হাসপাতালে ডাক্তার লের্রোও কারামিয়া , ভেনিস বাংলা স্কুলের সভাপতি সৈয়দ কামরুল সারোয়ার , ভেনিস বৃহত্তর কুমিল্লা সমিতির কুদ্দুস চৌধুরী , ভৈরব পরিষদ ভেনিসের সভাপতি শহিদুল ইসলাম , ভেনিস বাংলাদেশ প্রেসক্লাব ইতালির সভাপতি এসকে এমডি জাকির হোসেন সুমন , সহ অনেকে।
পরিশেষে আনন্দঘন মূহুর্তে রানারআপ দলের হাতে ট্রফি তুলেদেন ভেনিস বাংলাদেশ প্রেসক্লাব ইতালির নেতৃবৃন্দ ও চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলেদেন টুর্নামেন্টের প্রধান স্পন্সর এমপি হোল্ডিং ও জোবানী পের লা উমানিতার প্রিন্স হাওলাদার, নাজমুল হক সহ সংগঠনের নেতৃবৃন্দ ।
সে সময় ভেনিসের বিভিন্ন ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ ছাড়াও বাংলাদেশ কমিউনিটির রাজনৈতিক , সামাজিক ও আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post