হঠাত করে ওমানের আরব সাগরের কিছু অংশে লাল রক্তের মতো পানির দেখা মিলছে। ওমানের যেসব অঞ্চলে লাল জোয়ারের পানি দেখা মিলছে, উক্ত ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলো সবাইকে এড়িয়ে চলার জন্য আহ্বান জানিয়েছে ওমানের স্বাস্থ্য মন্ত্রণালয়। প্ল্যাঙ্কটন এবং ক্রমবর্ধমান শৈবাল থেকে এই বিষাক্ত লাল পানির জোয়ার এসেছে বলে জানিয়েছে মন্ত্রণালয়। প্রভাবিত অঞ্চলগুলোতে শেলফিস ও মরা মাছ না খাওয়ার জন্য পরামর্শ দিয়েছে ওমান স্বাস্থ্য অধিদপ্তর।
এছাড়াও কোনো ব্যক্তির যদি কোনো কারণে বমিভাব, ডায়রিয়া এবং স্নায়ুতন্ত্রের লক্ষণ যেমন অসাড়তা, হাত পা দুর্বল হওয়া এবং শ্বাসকষ্ট দেখা দেয়, তাহলে দ্রুত নিকটস্থ চিকিৎসাকেন্দ্রে ভর্তি করানোর অনুরোধ জানিয়েছে ওমান স্বাস্থ্য অধিদপ্তর। ইতিমধ্যেই এই লাল পানির প্রভাবে ওমানের সালালাহ অঞ্চলে বেশ কয়েকজন মানুষ অসুস্থ হয়ে পরেছেন বলে এমন খবর পাওয়া গেছে। এমতাবস্থায় সবাইকে সাবধানে থাকতে অনুরোধ জানানো হয়েছে।
আরো পড়ুনঃ রহস্যময় ওমানের সুলতান
ওমানের সকল সংবাদ দেখুন বুলেটিনেঃ
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post