মঙ্গলবার (৫ মার্চ) হঠাৎ করেই বিশ্বজুড়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সমস্যা দেখা দেয়। ওই সময় লগইন করা আইডিগুলোও স্বয়ংক্রিয়ভাবে লগআউট হয়ে যেতে থাকে। ফলে উদ্বিগ্ন হয়ে পড়েন অনেকে ভয় পেয়ে যান এই ভেবে যে, তারা আইডি হ্যাকিংয়ের শিকার হয়েছেন।
বিশ্বজুড়ে যখন বিষয়টি নিয়ে তুমুল হইচই চলছে, তখন ফেসবুক বন্ধ হওয়ার কারণ জানিয়েছে এর পেরেন্ট কোম্পানি মেটা।
প্রতিষ্ঠানটির প্রধান যোগাযোগ কর্মকর্তা অ্যান্ডি স্টোন এক্সে লিখেছেন, ‘একটি কারিগরি ত্রুটির কারণে মেটার কিছু সেবা ব্যবহার করতে পারছিলেন না সাধারণ মানুষ। যতটা দ্রুত সম্ভব আমরা এ সমস্যার সমাধান করেছি। যারা এ সমস্যাটার মুখোমুখি হয়েছিলেন আমরা তাদের সবার কাছে ক্ষমা চাইছি।’ তবে ঠিক কি ধরনের ত্রুটির কারণে এত বড় সমস্যা দেখা দিয়েছিল, সেটি মেটার এ কর্মকর্তা স্পষ্ট করেননি।
এর আগে মঙ্গলবার (৫ মার্চ) প্রায় দেড় ঘণ্টা নিষ্ক্রিয় ছিল জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। বাংলাদেশ সময় রাত ৯টার পর থেকে সাড়ে ১০টা পর্যন্ত নিষ্ক্রিয় ছিল সামাজিক মাধ্যমটি। এদিন রাত ৯টার পর থেকেই সমস্যার কথা জানাতে থাকেন ব্যবহারকারীরা। তারা বলছিলেন, ফেসবুক ও ইনস্টাগ্রামে লগইন করা যাচ্ছে না। এমনকি যারা ফেসবুকে লগড-ইন ছিলেন তারাও স্বয়ংক্রিয়ভাবে লগ–আউট হয়ে যান।
সংবাদমাধ্যম ডেইলি মেইল এক প্রতিবেদনে জানিয়েছে, গোটা বিশ্বজুড়ে ফেসবুক ও ইন্সটাগ্রামে সমস্যা দেখা দিয়েছে। তারা জানায়, বিশ্বের কোথাও কেউ ফেসবুক ও ইন্সটাগ্রামে প্রবেশ করতে পারছেন না। এদের ওয়েবসাইট এবং অ্যাপস উভয়ই অকার্যকর হয়ে পড়েছে।
ডাউন ডিটেকটরের গ্রাফের তথ্য অনুযায়ী, রাত ৯টা ২০ মিনিট পর্যন্ত ৩ লাখ ১৫ হাজার ৮১৭ জন ফেসবুক ব্যবহারকারী অভিযোগ করেছেন, তারা ফেসবুক ব্যবহারে সমস্যার সম্মুখীন হচ্ছেন। এরপর রাত ৯টা ৩২ পর্যন্ত ৫ লাখ ৪১ হাজার ৫৭৩ জন ব্যবহারকারী তাদের একই সমস্যার কথা জানিয়েছেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post