বিশ্বজুড়ে হঠাৎ করে নিশ্চল হয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক । দেশে ফেসবুক ব্যবহারকারীরা কেউ ফেসবুকে লগইন করতে পারছে না। এমনকি ফেসবুকে চালু থাকা আইডিগুলোও স্বয়ংক্রিয়ভাবে লগআউট হয়ে যাচ্ছে।
এদিকে, মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ৯টার পর থেকে ফেসবুক ব্যবহারকারীরা এ সমস্যার কথা জানাতে থাকে। বিভিন্ন গণমাধ্যম থেকে কর্মীরা প্রবাস টাইমকে জানিয়েছেন ব্যবহারকারীরা ফেসবুক ব্যবহার করতে পারছেন না, এমনকি প্রবাস টাইমের কর্মীরাও ফেসবুক লগইন করতে পারছেন না বলে জানান।
ওয়েবসাইট পর্যবেক্ষক সংস্থা ডাউন ডিটেকটরের গ্রাফে দেখা গেছে, রাত ৯টা ২০ মিনিট পর্যন্ত ৩ লাখ ১৫ হাজার ৮১৭ জন ফেসবুক ব্যবহারকারী অভিযোগ করেছেন তারা ফেসবুক ব্যবহারে সমস্যার সম্মুখীন হচ্ছে।
তার পরপরই রাত ৯ টা ৩৯ মিনিটে আরেক সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) আশার কথা শোনান মেটার সহ-প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। তিনি লিখেন, চিল (স্বস্তি) কয়েক মিনিট অপেক্ষা করুন সবকিছু সমাধান হয়ে যাবে।
Chill guys. Wait few minutes everything will be solved.@Meta @facebook @instagram
— Mark Zuckerberg (Parody) (@MarkCrtlC) March 5, 2024
এদিকে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল জানায়, পুরো বিশ্বজুড়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইন্সটাগ্রামে এ ধরনের সমস্যা দেখা দিয়েছে। বিশ্বের কোথাও কেউ ফেসবুক কিংবা ইন্সটাগ্রামে প্রবেশ করতে পারছে না। এই দুটি যোগাযোগ মাধ্যমের ওয়েবসাইট এবং অ্যাপস উভয়ই অকার্যকর হয়ে পড়েছে।
বাংলাদেশের একাধিক ব্যবহারকারী কল করে ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রবাস টাইমের আইটি টীমকে জানান, রাত ৯টার দিক থেকে তারা ফেসবুক ডাউন পাচ্ছিলেন। পরে ৯টা ২০ মিনিটের দিকে হঠাৎ করে তাদের আইডি স্বয়ংক্রিয়ভাবে লগআউট হয়ে যায়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post