মার্কিন যুক্তরাষ্ট্রের টেনেসি রাজ্যের ন্যাশভিল শহরের কাছে মহাসড়কের পাশে বিধ্বস্ত হয়েছে এক ইঞ্জিনবিশিষ্ট একটি বিমান। দুর্ঘটনায় বিমানের সকল আরোহী নিহত হয়েছেন।
ন্যাশভিলের পুলিশ বিভাগ মঙ্গলবার (৫ মার্চ) জানিয়েছে, বিমানটিতে পাঁচজন আরোহী ছিলেন- তাদের সবার মৃত্যু হয়েছে। খবর ইয়াহু নিউজের। সোমবার (৪ মার্চ) রাতে টেনেসি অঙ্গরাজ্যের রাজধানীর আন্তঃরাজ্য মহাসড়ক ৪০ এর পাশের জমিতে বিমানটি বিধ্বস্ত হয় বলে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স প্ল্যাটফর্মে জানিয়েছে ন্যাশভিল পুলিশ।
একদিকে কাত হয়ে পড়ে যাওয়ার পর বিমানটিতে বিস্ফোরণ ঘটে ও আগুন ধরে যায়। এ সময় মহাসড়কটির একটি অংশে গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হয়।
পুলিশ জানিয়েছে, কর্মকর্তারা ঘটনাটি তদন্ত করে দেখছেন। বিমানটিকে ন্যাশভিলের জন সি. টিউন বিমানবন্দরে জরুরি অবতরণের অনুমতি দেয়া হয়েছিল, কিন্তু তার আগেই ইঞ্জিন বন্ধ হয়ে বিমানটি পড়ে গিয়ে বিধ্বস্ত হয়। বিমানটি পড়ে যাওয়ার পর একটি বিস্ফোরণ ঘটে তাতে আগুন ধরে যায় বলে জানিয়েছে ন্যাশভিলের দমকল বিভাগ।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post