ওমানে মহামারী করোনায় নতুন আক্রান্ত ৩৫৩ জন এবং নতুন মৃত ১০ জনের মৃত্যুর সংবাদ দিয়েছে ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়। বৃহস্পতিবার মন্ত্রণালয়ের দেওয়া তথ্যমতে দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ৩৫৩ জন সহ এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ১১ হাজার ৮৩৭ জন। সেইসাথে নতুন ১০ জনের মৃত সহ মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৪৭ জন। গত ২৪ ঘণ্টায় নতুন সুস্থ রোগীর সংখ্যা ৫৮২ জন। গতকালের তুলনায় আজ আক্রান্ত এবং মৃত দুইটাই কমেছে। গতকালের তুলনায় আজ সুস্থতা বেড়েছে ১৬৪ জন। আক্রান্ত কমেছে ৯৮ জন এবং মৃত কমেছে ৫ জন।
এদিকে গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন ভর্তি রোগীর সংখ্যা ৬২ জন এবং এখন পর্যন্ত ওমানের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন মোট ৪৮৬ জন। যাদের মধ্যে আশংকাজনক অবস্থায় আইসিইউতে রয়েছেন ২০২ জন। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দেশটির রাত্রিকালীন লকডাউনের ফলে বর্তমানে ওমানের আইসিইউতে রোগীর সংখ্যা কমছে এবং আক্রান্তের সংখ্যাও নিম্নমুখী বলে জানিয়েছে ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়। দেশটিতে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় ইতিমধ্যেই দেশটির রাত্রিকালীন লকডাউন তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে ওমান সুপ্রিম কমিটি। সেইসাথে ২ নভেম্বর থেকে ওমানের সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার ও সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কমিটি। তবে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় ওমানের সকল নাগরিক ও প্রবাসীদের সরকারের দেওয়া সকল স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে চলার নির্দেশনা দিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
আরো পড়ুনঃ রহস্যময় ওমানের সুলতান
এদিকে বাংলাদেশে বেড়েছে করোনা রোগী, তবে মৃত্যু স্থিতিশীল রয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের দেওয়া তথ্য মতে দেশে গত ২৪ নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৬৯৬ জনের দেহে। এ নিয়ে মোট শনাক্ত হলো ৩ লাখ ৯৪ হাজার ৮২৭ জন করোনা রোগী। আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় আরও ২৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ হাজার ৭৪৭ জনে।
সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন ১ হাজার ৬৮৭ জন। মোট সুস্থ হয়েছেন ৩ লাখ ১০ হাজার ৫৩২ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত রোগী বাড়লেও মৃত্যু আগের দিনের মতো স্থিতিশীল রয়েছে।
আরো পড়ুনঃ প্রাকৃতিক সুন্দরের অপরূপ লীলাভূমি ওমান
এদিকে করোনাভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বৃহস্পতিবার দুপুর পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১১ লাখ ৩৬ হাজার ৩৩৫ জনের এবং আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ কোটি ১৪ লাখ ৮৪ হাজার ৬৩২ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ কোটি ৯ লাখ ১০ হাজার ৮৭৫ জন।
বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে, ২ লাখ ২৭ হাজার ৪০৯ জন। বিশ্বে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যাও এই দেশটিতে। বিশ্বের ক্ষমতাধর এ দেশটিতে এখন পর্যন্ত ৮৫ লাখ ৮৪ হাজার ৮১৯ জন আক্রান্ত হয়েছেন।
আরো পড়ুনঃ ইতালি যেতে আবেদন করবেন যেভাবে
করোনা আক্রান্তের সংখ্যায় দ্বিতীয় এবং মৃতের সংখ্যায় তৃতীয় অবস্থানে আছে ভারত। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৭৭ লাখ ৫ হাজার ১৫৮ জন। এখন পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ লাখ ১৬ হাজার ৬৫৩ জন।
আরো দেখুনঃ ইউরোপ যাওয়ার নিরাপদ রুট ওমান
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post