মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে ঋণ পরিশোধে ব্যর্থ হয়ে কারাগারে বন্দি আছেন অসংখ্য মানুষ। এরমধ্যে ২০১৯ সাল থেকে ১ হাজার ১০০ দিরহামের জন্য একজন, ৫ হাজার ৩০০ দিরহামের জন্য আরেকজন আর ১৫ হাজার দিরহামের অপর একজন জেলের ঘাঁনি টানছেন। কারাগারে থাকা এসব মানুষের ছাড়া পাওয়ার আশা ক্রমশই কমছিল।
তবে পবিত্র রমজানের উপহার হিসেবে, দুবাইভিত্তিক ভারতীয় জুয়েলারি ব্যবসায়ী ফিরোজ মার্চেন্ট ঋণগ্রস্ত এসব মানুষের ঋণ শোধ করে তাদের ছাড়িয়ে আনার উদ্যোগ নিয়েছেন। পরোপকারী এ ব্যবসায়ী ঘোষণা দিয়েছেন, মোট ৯০০ কারাবন্দিকে মুক্ত করবেন তিনি। এরজন্য খরচ করবেন ১৫ লাখ দিরহাম।
মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমসের সঙ্গে এক সাক্ষাৎকারে এ ব্যবসায়ী বলেছেন, “অনেকে শিক্ষা ও স্বাস্থ্যখাতে দান করেন। কিন্তু যারা কারাবন্দি আছেন তাদের নিয়ে খুব কম মানুষই ভাবেন। এই মানুষগুলো কিন্তু খুব বড় কোনো অপরাধী নয়। তারা আসলে দুর্ভাগ্যের শিকার। নিজেদের নিয়ন্ত্রণের বাইরের পরিস্থিতির কারণে তারা লেনদেন সঠিকভাবে সম্পাদন করতে পারেননি। তারা সমাজেরই একটি অংশ। তারা মুক্তি এবং জীবন নতুন করে শুরুর অধিকার রাখেন। আমার লক্ষ্য হলো ঠিক এ বিষয়টিই তাদের দেওয়া।”
২০০৮ সাল থেকে বন্দিদের মুক্তির কার্যক্রম শুরু করেন এই ধনাঢ্য ব্যবসায়ী। তিনি যে শুধুমাত্র বন্দিদের মুক্ত করেন এমনটি নয় ওই বন্দিদের নিজ দেশে ফিরে যাওয়ার বিমান টিকিটের ব্যবস্থাও করে দেন। গত ১৬ বছরের অক্লান্ত পরিশ্রমে তিনি ২০ হাজার জনকে কারাগারের বন্দিদশা থেকে ছাড়িয়ে এনেছেন। ভারতীয় এ ব্যবসায়ী দুবাইয়ে স্বর্ণের ব্যবসা করেন। এই ব্যবসা থেকে লাভ হওয়া অর্থ দিয়ে তিনি মানুষের সেবা করে থাকেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post