ওমানের নিজুয়া অঞ্চলে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে অন্তত ৪৩ জন প্রবাসীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার রাতে শ্রম মন্ত্রণালয়ের এক যৌথ অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার হন তারা। শ্রম মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, নিজুয়ার প্রশাসন এবং স্থানীয় পুলিশ কমান্ডের সহযোগিতায় সড়কের অবৈধ দোকানপাট এবং শ্রমিক জমায়েতে তাদের অভিযানটি পরিচালিত হয়।
শ্রম আইন বাস্তবায়নে মাঠ পর্যায়ে সক্রিয় অবস্থানে নিয়েছে ওমান সরকার। বিভিন্ন অঞ্চলে নিয়ম করে পরিদর্শন কার্যক্রম বা তল্লাশি চালানো হচ্ছে। এসব অভিযানে হাজারো প্রবাসী গ্রেপ্তার হয়েছেন। আতঙ্কে বাংলাদেশিসহ অন্য অনেক প্রবাসী কাজে না গিয়ে পালিয়ে নিজেদের রক্ষা করছেন।
এদিকে মাস্কাটের সিবে গাড়ির ধাক্কায় এক নাগরিক নিহত হওয়ার ঘটনায় অপর এক প্রবাসী ড্রাইভারকে গ্রেপ্তারের তথ্য দিয়েছে ওমান পুলিশ। তিনি এশীয় নাগরিক বলে নিশ্চিত হওয়া গেছে। ঘটনার দিন সে মাস্কাটের সিব এলাকায় এক ওমানির উপরে নিজের গাড়ি তুলে দিয়ে দ্রুত পালিয়ে যায়। একপর্যায়ে গাড়িটি লুকিয়ে রেখে নিজেও আত্মগোপনে যান। তবে অব্যাহত চেষ্টার পর তাকে গ্রেপ্তারে সফল হয় রয়্যাল ওমান পুলিশ।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post