বিদেশি কর্মসংস্থান খাতে সাব-এজেন্টদের কার্যক্রম নিয়ন্ত্রণ ও বৈধতা দিতে নতুন আইন আনছে বাংলাদেশ সরকার। মালয়েশিয়ার স্থানীয় অনলাইন নিউজ পোর্টাল মালয়কিনি এ বছরের শেষ নাগাদ এ আইনটি কার্যকর হতে পারে বলে জানিয়েছে ।
এদিকে মালয়কিনি জানায়, বর্তমানে অনানুষ্ঠানিকভাবে কাজ করা এসব সাব-এজেন্টদের নতুন আইনের আওতায় আনা হবে। এতে বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে চাকরির কেলেঙ্কারি ও অতিরিক্ত নিয়োগ ফি দাবির মতো সমস্যাগুলো সমাধান হবে বলে আশা করা যাচ্ছে।
মালয়েশিয়ার কারাগারে প্রায় ১০০০ এর বেশি অনথিভুক্ত বাংলাদেশি নাগরিক আটক আছে। বর্তমানে এই সাব-এজেন্টরা অনানুষ্ঠানিকভাবে কাজ করেন, তবে নতুন আইনের মাধ্যমে তাদের আইনি কাঠামোর আওতায় আনা হবে বলে জানা গেছে।
এদিকে, দেশটির আরেকটি প্রভাবশালী অনলাইন নিউজ পোর্টাল ফ্রি মালয়েশিয়া টুডে জানিয়েছে, মালয়েশিয়ায় ৩ লাখ ৫০ হাজারের বেশি বাংলাদেশিকর্মী নিবন্ধিত আছেন এবং তাদের আয় বাংলাদেশের জন্য প্রধান আর্থিক সহায়ক যা গত গত দুই বছরে প্রায় ১০০ বিলিয়ন রিঙ্গিত।
উল্লেখ্য, মালয়েশিয়ায় চাকরি ছাড়া শত শত শ্রমিক আটক হওয়ার খবরের মধ্যে ‘দালাল’এজেন্টদের কারণে সরকার কঠিন বাস্তবতার মুখোমুখি হচ্ছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post