ইউক্রেনের সামরিক হামলার জেরে রাশিয়ার ওপর একাধিক নিষেধাজ্ঞা আরোপ করেছে আমেরিকা সহ পশ্চিমা দেশগুলো। এই ঘটনার পরস্পরের কাছাকাছি এসেছে মস্কো এবং বেইজিং। এরমধ্যে রুশ সামরিক বাহিনীর একটি গোপন নথিকে কেন্দ্র করে তৈরি হয়েছে চাঞ্চল্যকর।
আগ্রাসন রুখতে চীনের উপর পরমাণু হামলার পরিকল্পনা রুশ প্রশাসন নিয়েছে বলে নথিতে উল্লেখ করা হয়েছে। যদিও এ নিয়ে মুখ খুলতে রাজি হয়নি চীনা বিদেশমন্ত্রণালয়।
গোপন নথিকে কী উল্লেখ রয়েছে?
গোপন নথির কথা জানিয়েছে একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম। ফাঁস হওয়া রাশিয়ার গোপন ফাইলগুলির মধ্যে রয়েছে চীন আক্রমণের জন্য প্রশিক্ষণের প্রস্তুতি। প্রতিরক্ষামূলক ক্ষেত্রে নিরাপত্তা নিয়ে বেইজিংয়ের বিরুদ্ধে গভীরভাবে উদ্বেগ প্রকাশ করেছে মস্কো। রাশিয়ার বিরুদ্ধে শি জিনপিংয়ের দেশ হামলা চালাতে পারে বলে সন্দেহ প্রকাশ করা হয়েছে।
নথিকে আরো উল্লেখ রয়েছে যে এই ধরনের ঘটনা ঘটলে, পারমাণবিক অস্ত্র ব্যবহারের জন্য রুশ কমান্ডার ইন চিফকে নির্দেশ দেওয়া হয়েছে বলে দাবি করা হয়েছে। ফাঁস হওয়া নথিতে পারমাণবিক হামলার জন্য রুশ নৌবাহিনীকে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছেও বলে উল্লেখ রয়েছে।
এদিকে, ফাঁস হওয়া গোপন নথি নিয়ে চীন-রুশ সামরিক বাহিনীর গোপন নথি ফাঁস হওয়া নিয়ে মুখ খুলেছে চীন। বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসি-র চীনা দূতাবাসের পক্ষ থেকে একটি লিখিত বিবৃতি জারি করা হয়। ফাঁস হওয়া নথিকে অযাচাইকৃত তথ্য বলে জানিয়েছে তারা। সেই সঙ্গে বেইজিং যে প্রতিরক্ষামূলক পারমাণবিক কৌশলের প্রতি প্রতিশ্রুতিবন্ধ, তা লিখিত বিবৃতিতে বলা হয়েছে।
এরই পাশাপাশি কোনও দেশের সঙ্গে পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতায় জড়াতে বেইজিং যে আগ্রহী নয়, তাও উল্লেখ করেছেন ওয়াশিংটন ডিসির চীনা দূতাবাস। যদিও এ নিয়ে মুখ খুলতে রাজি হয়নি চীনের বিদেশমন্ত্রণালয়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post