বিদেশ যাওয়ার স্বপ্ন দেখে ঢাকায় এসেছিলেন টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বানাইল ইউনিয়নের দেওড়া গ্রামের মেহেদী হাসান। রাজধানীর বেইলি রোডে বহুতল ভবনে লাগা আগুনে পুড়ে গেছে তার সেই স্বপ্ন।
বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সকালেও তার বাবার কাছে ফোন করে পাসপোর্ট করার জন্য কাগজপত্র তৈরি করতে বলেন মেহেদী। কিন্তু রাতেই রাজধানীর বেইলি রোডে বহুতল ভবনে অগ্নিকাণ্ডে তার মৃত্যু হয়।
নিহত মেহেদী উপজেলার বানাইল ইউনিয়নের দেওড়া গ্রামের আয়নাল মিয়ার ছেলে। শুক্রবার (০১ মার্চ) মেহেদীর মরদেহ তার গ্রামের বাড়িতে পৌঁছালে সেখানে জমে শত মানুষের ভিড়।
এ ঘটনায় পুরো গ্রামজুড়ে চলছে শোকের মাতম। তার মা ও বোন বার বারই মূর্ছা যাচ্ছেন। ছেলেকে হারিয়ে এখন পাগল প্রায় বাবা আয়নাল মিয়া। এদিকে নিজ চোখের সামনে বড় ভাইয়ের মৃত্যু মেনে নিতে পারছে না ছোট ভাই ইসরাফিল। তারা দুই ভাই ‘কাচ্চি ভাই’ রেস্টুরেন্টে চাকরি করতেন। দুপুরে দেওড়া প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজার নামাজ শেষে সামাজিক গোরস্থানে মেহেদীকে দাফন করা হয়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post