ক্রিশ্চিয়ানো রোনালদোকে দর্শকদের সাথে অশোভন আচরণের জন্য এক ম্যাচের জন্য নিষিদ্ধাজ্ঞা জারি করেছে। আল নাসরের এই তারকা অশালীন আচরণের জন্য জরিমানাও গুণতে বাধ্য হবেন।
বুধবার (২৮ ফেব্রুয়ারি) সৌদি ফুটবল ফেডারেশনের (এসএফএফ) ডিসিপ্লিনারি অ্যান্ড এথিকস কমিটি এই রায় দিয়েছে। নিষেধাজ্ঞার পাশাপাশি ৩০ হাজার সৌদি রিয়ালও জরিমানা গুনতে হচ্ছে সময়ের সেরা এই তারকাকে। সৌদি ফুটবল ফেডারেশনকে ১০ হাজার রিয়াল দিতে হবে। আর আল শাবাবকে ২০ হাজার রিয়াল।
সৌদি ফুটবলের সর্বোচ্চ সংস্থা বরাত থেকে জানিয়েছে, আল নাসর তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর অপরাধ এতটাই গুরুতর যে নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করার কোনো সুযোগ নেই। যার অর্থ, ক্রিশ্চিয়ানো রোনালদো আল নাসর দলের সাথে সামনের ম্যাচে খেলতে পারবেন না।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post