যাত্রী বৃদ্ধির সাথে তাল মিলিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নতুন নতুন গন্তব্যে উড়ান শুরুর পরিকল্পনা করছে। ইউরোপ এবং সিডনির পাশাপাশি মালদ্বীপসহ এশিয়ার আরও কয়েকটি রুটে ফ্লাইট চালু করার প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। নতুন ফ্লাইট পরিচালনার জন্য বিমান সংস্থাটি নতুন উড়োজাহাজ কেনার প্রক্রিয়াও শুরু করেছে।
দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিকভাবে মোট ৩০টি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। এর মধ্যে রয়েছে দেশে ৮টি রুট, দক্ষিণ এশিয়ার ৯টি, মধ্যপ্রাচ্যের ১০টি, লন্ডন, ম্যানচেষ্টার এবং কানাডার টরেন্টো।
বর্তমানে এতসব রুটে ফ্লাইট পরিচালনা করলেও বিমানের বহরে উড়োজাহাজ সংখ্যা মাত্র ২১টি। এর মধ্যে নতুন করে পরিকল্পনায় আরও যুক্ত হয়েছে এশিয়ার আরও ৪টি গন্তব্য: মালে, কলম্বো, বাহরাইন ও ইন্দোনেশিয়া। একই সঙ্গে রয়েছে এশিয়া, ইউরোপ, উত্তর আমেরিকা ছাপিয়ে অস্ট্রেলিয়ার সিডনি পর্যন্ত ফ্লাইট পরিচালনার।
সংস্থাটি বলছে, প্রতিবছর এভিয়েশন খাতের যাত্রীসংখ্যা বাড়ছে। সে লক্ষ্যেই গন্তব্যও বাড়ানোর পরিকল্পনা করছে বিমান। বহরে থাকা উড়োজাহাজের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে চায় তারা। এ প্রসঙ্গে বাংলাদেশ বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. শাফিউল আজিম বলেন, ‘আমাদের সব প্রস্তুতি রয়েছে। মালদ্বীপ ও কলম্বোর ক্ষেত্রে সব প্রস্তুতি রয়েছে। উজবেকিস্তান, কাজাখস্তান ও সিডনি প্রবাসীরাও ওই রুটে বিমান পরিচালনার দাবি জানিয়েছেন।’
এদিকে অনেক পুরাতন কয়েকটি রুট নতুন করে চালু করা হলেও যেসব কারণে আগে এ রুটগুলো বন্ধ হয়েছিল, তা থেকে শিক্ষা নিয়ে নতুন গন্তব্যগুলো কতটা লাভজনক হবে, সেটি সমীক্ষা করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
এভিয়েশন বিশেষজ্ঞ কাজী ওয়াহিদুল হক বলেন, ‘এ ক্ষেত্রে অনেক প্রচার-প্রচারণা চালাতে হবে। বিভিন্ন উদ্যোগ নিতে হবে। এখন যাত্রীরা বেশ সচেতন। কেবল দেশের পতাকাবাহী বিমান এয়ারলাইনস বলেই যাত্রীরা এটি ব্যবহার শুরু করবেন, এমনটা নয়। তারা সবাই সচেতন। তারা যেখানে ভালো পরিষেবা পাবেন; নির্দিষ্ট সময়ের মধ্যে যাতায়াত করতে পারবেন; সেসব এয়ারলাইনস সুযোগ-সুবিধা বেশি দেবে; মানুষ সেই এয়ারলাইনসই বেছে নেবেন।’
প্রসঙ্গত, মার্চের শেষে ইতালির রোমে ফ্লাইট চালু হলে সব মিলিয়ে আন্তর্জাতিক রুটের বাংলাদেশ বিমানের সংখ্যা দাঁড়াবে ২৩টিতে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post