বিশ্বব্যাপী এখন সোশ্যাল মিডিয়ার অন্যতম ট্রেন্ড রিলস এ ভাইরাল হওয়ার নেশায় মানুষ প্রতিদিন করে যাচ্ছে নানা রকম কর্মকাণ্ড। এ যেন ভাইরাল হওয়ার ভিন্ন এক প্রতিযোগীতা। এবার ছত্তিশগড়ের একটি হাসপাতালে ভাইরাল হওয়ার নেশায় অপারেশন থিয়েটারে রিল ভিডিও বানাতে গিয়ে রীতিমতো চাকরি হারালেন তিন নার্স। হিন্দুস্তান টাইমসের একপ্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে আরো জানানো হয়, ভারতের ছত্তিশগড়ের রায়পুরের দাউ কল্যাণ সিং পিজি ইনস্টিটিউট অ্যান্ড রিসার্চ সেন্টারে কর্মরত ছিলেন রিলস বানানো ওই তিন নার্স। তাঁরা হাসপাতালটিতে অস্থায়ীভাবে দৈনিক মজুরির ভিত্তিতে কর্মরত ছিলেন। গত ৫ ফেব্রুয়ারি অপারেশন থিয়েটারের মধ্যে রিল বানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন কর্মরত ওই তিন নার্স।
প্রতিবেদনে বলা হয়, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া রিলে দেখা যায়, অস্ত্রোপচারের সময় যে পোশাক পরা হয়, নার্সদের পরনে ছিল সেই সবুজ রঙের পোশাক আর মুখে ছিল সার্জিকাল মাস্ক অপারেশন থিয়েটারের মধ্যেই তিনজন মিলে হিন্দি গানের ছন্দে নাচছেন।
নিয়ম অনুযায়ী অপারেশন থিয়েটারের ভেতরে ছবি তোলা বা ভিডিও করা নিষিদ্ধ। কিন্তু সেই বিষয়ে কোনো ভ্রুক্ষেপ ছিল না নার্সদের। এমনকি সেখানে উপস্থিত একজন সিনিয়র কর্মী তাদের বারণ করেছিলেন। তাঁর কথায় গুরুত্ব দেননি ওই তিন নার্স। এদিকে তদন্তের ভিত্তিতে ওই তিন নার্সকে বরখাস্ত করে হাসপাতাল কর্তৃপক্ষ।
ভারতীয় সংবাদমাধ্যমকে হাসপাতালের অন্যতম জ্যেষ্ঠ কর্মকর্তা হেমন্ত শর্মা বলেন, হাসপাতালের ভেতর রোগী পরিষেবা দেওয়ার সময় বা অন ডিউটি এই ধরনের কাজ করা নিষিদ্ধ। সেই নিয়ম ভেঙেছেন তিন নার্স।’ গত ২৩ ফেব্রুয়ারি ‘পুষ্পা সাহু, তৃপ্তি দশর, তেজ কুমারী নামের তিন নার্সকে বরখাস্ত করা হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post