মহামারী করোনাকালীন সময়ে যাত্রীদের সুরক্ষা এবং কোভিড-১৯ স্বাস্থ্যবিধি মেনে বিমানবন্দর পরিচালনায় বিশ্বের বিমানবন্দরগুলির স্বাস্থ্যের মান নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এয়ারপোর্ট কাউন্সিল ইন্টারন্যাশনাল (এসিআই) থেকে মধ্যপ্রাচ্যের প্রথম বিমানবন্দর হিসেবে স্বাস্থ্য স্বীকৃতি অর্জন করেছে ওমানের মাস্কাট আন্তর্জাতিক বিমানবন্দর। আজ এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে ওমান নিউজ এজেন্সি ওএনএ।
এই প্রশংসাপত্রটি শিল্পের সর্বোত্তম অনুশীলন এবং আন্তর্জাতিক স্বাস্থ্য ও সুরক্ষা প্রোটোকল অনুসারে অগ্রাধিকার দেওয়ার জন্য মাস্কাট আন্তর্জাতিক বিমানবন্দরকে স্বীকৃতি প্রদান করা হয়। এ ব্যাপারে ওমান বিমানবন্দরের ডেপুটি সিইও সৌদ বিন নাসের আল হোবিশি বলেন, “ওমান বিমানবন্দর বরাবরই স্বাস্থ্য সুরক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। বিশ্বব্যাপী এই স্বাস্থ্য স্বীকৃতি অর্জনে মাস্কাট আন্তর্জাতিক বিমানবন্দর ঝুঁকি হ্রাস করার জন্য আরো যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে।
আরো পড়ুনঃ প্রাকৃতিক সুন্দরের অপরূপ লীলাভূমি ওমান
তিনি আরো বলেন, “আমরা এসিআই থেকে বিমানবন্দর স্বাস্থ্য স্বীকৃতি অর্জন করতে পেরে আনন্দিত, যা সমস্ত পরিস্থিতিতে নিরাপদ ও স্বাস্থ্যকর ভ্রমণের অভিজ্ঞতা সরবরাহের জন্য সংস্থার চলমান প্রতিশ্রুতি প্রদর্শন করে। আমাদের গ্রাহক ও কর্মচারীদের স্বাস্থ্যকে প্রাধান্য দেওয়া হচ্ছে। সেইসাথে আন্তর্জাতিক ফ্লাইট স্বাভাবিক হওয়ার আগেই আমরা আরো নতুন নতুন পদক্ষেপ হাতে নিচ্ছি। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমাদের সকল ধরনের প্রচেষ্টা অব্যাহত থাকবে। আমরা এই স্বীকৃতি অর্জনে আমাদের নাগরিক এবং বিমানবন্দরে কর্মরত সবাইকে ধন্যবাদ ও অভিনন্দন জানাই।
আরো দেখুনঃ রহস্যময় ওমানের সুলতান
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post